মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশের চিন্তা বাড়াচ্ছে দলের কিংবদন্তি অলরাউন্ডার তথা অধিনায়ক শাকিব আল হাসানের (Shakib Al Hasan) চোট। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে শুক্রবারের ম্যাচে বাঁ উরুতে চোট পেয়েছিলেন শাকিব। তাই ভারতের বিরুদ্ধে তিনি আদৌ খেলতে নামবেন কি না, সেই নিয়ে উদ্বেগ রয়েইছে। তবে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মামুদ দলের অনুরাগীদের আশ্বস্ত করলেন। তিনি জানান শাকিব দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন।
খালেদ মামুদ বলেন, ‘শাকিব আগের থেকে অনেক সুস্থ বোধ করছে। ওর ব্যথাটাও কমেছে। তবে অনুশীলনে না নামলে তো পুরো বিষয়টা বুঝতে পারব না। আমরা আশাবাদী যে ও ভারতের বিরুদ্ধে খেলতে পারবে। সম্প্রতি সাঁতার কাটার পাশাপাশি জিমে কসরতও করেছে ও। মঙ্গলবার একটি স্ক্যান করা হবে, তারপরেই এই বিষয়ে ছবিটা আরও স্পষ্ট হবে।’ অবশ্য দলের তারকা ক্রিকেটারকে নিয়ে বাড়তি ঝুঁকি নেওয়া হবে না, মেডিক্যাল দলের ছাড়পত্র পাওয়ার পরেই শাকিব খেলতে পারবেন বলে জানান মামুদ।
অপরদিকে, রবিবারই পুণেতে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথম দিন দু’য়েক হালকা অনুশীলন করেছেন রোহিতরা। মঙ্গলবার থেকে পুরোদমে নেটে ঘাম ঝরাতে দেখা যাবে ভারতীয় দলকে। ভারতীয় দলে তেমন চোট আঘাতের দুঃশ্চিন্তা নেই। ডেঙ্গিকে হার মানিয়েই গত ম্যাচে দলে ফিরেছেন শুভমন গিল। পুণেতে তাঁর খেলা প্রায় নিশ্চিতই। ভারতীয় একাদশে কি এই ম্যাচে আদৌ কোন বদল ঘটতে পারে? প্রথম তিন ম্যাচের একটিতেও মহম্মদ শামিকে খেলতে দেখা যায়নি। বাংলাদেশ ম্যাচে তাঁকে সুযোগ দেওয়া হতে পারে বলে কোনও কোনও মহলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে যশপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে পুণের এমসিএ স্টেডিয়ামের পাটা উইকেটে স্পিনাররা তেমন মদত পান না। তাই আর অশ্বিনের এই ম্যাচ খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
এই ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়ার কাছে বদলারও। ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও, টুর্নামেন্টে বাংলাদেশের বিরুদ্ধেই একটিমাত্র ম্যাচে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তাই এই ম্যাচ জিতে একদিকে যেখানে বদলার নেওয়ার হাতছানি রয়েছে, তেমনই টানা চার ম্যাচ জিতলে বিশ্বকাপ সেমিফাইনালের পথে বেশ খানিকটা এগিয়ে যাবে টিম ইন্ডিয়া। দর্শকরা কিন্তু পুণের ২২ গজে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশায় থাকতেই পারেন।
(Feed Source: abplive.com)