আসন্ন অক্টোবর মাস থেকেই দেশের মাটিতে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে। ভারত ৮ অক্টোবর প্রথম ম্যাচ খেলতে নামছে অস্টেলিয়ার বিরুদ্ধে। যুদ্ধে নামার আগে দেশের মাটিতে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নেবেন রোহিত শর্মারা। বুধবার এ কথা জানিয়ে দিয়েছে আইসিসি। আগামী মাসের ৩০ তারিখ ইংল্যান্ড এবং ৩ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে মেন-ইন-ব্লুরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে গুয়াহাটি এবং তিরুবনন্তপুরমে, যথাক্রমে। ৫ অক্টোবর থেকে দেশের মাটিতে শুরু হবে একদিনের বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড। কিন্তু তার আগে ১০টি অংশগ্রহনকারী দেশই প্রস্তুতি ম্যাচ খেলবে নিজেদের মধ্যে। ক্রিকেটেরসর্বোচ্চ নিয়ামক সংস্থা তাদের এক বিবৃতিতে জানিয়েছে, “১০টি দেশ দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে নিজেরদের মধ্যে। ভারতের মোট তিনটি শহরে খেলাগুলি হবে। গুয়াহাটি, তিরুবনন্তপুরম ও হায়দ্রাবাদে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। খেলাগুলি ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবরের মদ্ধ্যে হবে খেলা। বিশ্বকাপের আগে প্রতিটি দল ভারতের মাটি এবং পরিবেশের যাতে মানিয়ে নিতে পারে সেইজন্যই এই প্রস্তুতি ম্যাচের আয়োজন।” প্রস্তুতি ম্যাচের সময়-সূচীঃ ২৯ সেপ্টেম্বর— বাংলাদেশ – শ্রীলঙ্কা (গুয়াহাটি), দক্ষিণ আফ্রিকা – আফগানিস্তান (তিরুবনন্তপুরম) নিউ জ়িল্যান্ড -পাকিস্তান (হায়দ্রাবাদ) ৩০ সেপ্টেম্বর— ভারত -ইংল্যান্ড (গুয়াহাটি) অস্ট্রেলিয়া – নেদারল্যান্ডস (তিরুবনন্তপুরম) ২ অক্টোবর— ইংল্যান্ড – বাংলাদেশ (গুয়াহাটি) নিউ জ়িল্যান্ড -দক্ষিণ আফ্রিকা (তিরুবনন্তপুরম) ৩ অক্টোবর— ভারত -নেদারল্যান্ডস (তিরুবনন্তপুরম) আফগানিস্তান -শ্রীলঙ্কা (গুয়াহাটি) পাকিস্তান – অস্ট্রেলিয়া (হায়দ্রাবাদ) আইসিসি তাদের অফিশিয়াল বিবৃতিতে আরও উল্লেখ করেছে, প্রতিটি প্রস্তুতি ম্যাচই ভারতীয় সময় দুপুর ২টো থেকে শুরু হবে। এবং দলগুলি ১৫ জন ক্রিকেটারকেই মাঠে নামাতে পারবে। অন্যদিকে, বিসিসিআই জানিয়েছে, বিশ্বকাপের সমস্ত ম্যাচের টিকিটগুলি ‘বুক মাই শো’-তেই পাওয়া যাবে। প্রস্তুতি ম্যাচের টিকিট গুলোও এখানেই পাওয়া যাবে। ভারতের দুটি প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে ৩০…
Read More