টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে জাডেজা, এগােলেন অশ্বিন, রোহিত, অক্ষর
দুবাই: টেস্ট ক্রমতালিকায় তুমুল উন্নতি করলেন ভারতীয় ক্রিকেট দলের ২ অভিজ্ঞ সদস্য রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। বোলারদের ক্রমতালিতায় দ্বিতীয় স্থানে উঠে এলেন অশ্বিন। অন্য়দিকে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠে এলেন জাডেজা। বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টে ২ জনেই দলের জয়ে মূল ভূমিকা নিয়েছেন। ২ স্পিনার মিলে মোট ১৫ উইকেট নিয়ে নিয়েছেন। ভারতও ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নেয় প্রথম টেস্টে। অশ্বিনের স্পিন বোলিংয়ের কােনও উত্তর ছিল না নাগপুরে অজি শিবিরের কাছে। প্রথম ইনিংসে…