ICC POTM: বেয়ারস্টোকে পিছনে ফেলে জুলাই মাসের সেরা ক্রিকেটার লঙ্কার নতুন জয়সূর্য

ICC POTM: বেয়ারস্টোকে পিছনে ফেলে জুলাই মাসের সেরা ক্রিকেটার লঙ্কার নতুন জয়সূর্য

শুভব্রত মুখার্জি

কেরিয়ারের শুরুতেই বল হাতে দুরন্ত ছন্দে থেকে সকলকে চমকে দিয়েছেন শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে দুরন্ত পারফরম্যান্সও করেছিলেন তিনি। এ বার সেই পারফরম্যান্সের পুরস্কারও পেলেন লঙ্কার নতুন জয়সূর্য। আইসিসির বিচারে জুলাই মাসের জন্য পুরুষ বিভাগের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। আর জুলাই মাসেই মহিলা বিভাগের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার এম্মা ল্যাম্ব।

আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে জয়সূর্য পেছনে ফেললেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ও ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওনকে। গত মাসের সেরা মহিলা এবং পুরুষ ক্রিকেটারের নাম সোমবার ঘোষণা করা হয় আইসিসি-র তরফে। মেয়েদের সেরা নির্বাচিত হয়ে ইংল্যান্ডের এমা ল্যাম্ব সেরার লড়াইয়ে পিছনে ফেলেছেন স্বদেশি ন্যাট স্কিভার এবং ভারতের রেনুকা সিং-কে।

গত মাসে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় জয়সূর্যের । অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে অভিষেক হয় তাঁর। ৩০ বছর বয়সে টেস্ট ক্যাপ পাওয়ার পরেই দুই ইনিংসে তিনি নেন ৬টি করে উইকেট। অভিষেকে কোনও বাঁহাতি স্পিনার হিসেবে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে প্রথম বাঁ-হাতি স্পিনার হিসেবে কেরিয়ারের প্রথম তিন ইনিংসের প্রতিটিতেই অন্তত পাঁচ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়েন তিনি।

দ্বিতীয় টেস্টেও নেন মোট ৮টি উইকেট। দু’টি সিরিজেই সমতায় ফেরায় শ্রীলঙ্কাকে। মাস সেরার স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত জয়সূর্য ধন্যবাদ দিয়েছেন ভক্ত, সতীর্থ, পরিবার এবং বন্ধুদের। তিনি বলেছেন, ‘এই স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। আইসিসির মাসের সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে আমাকে ভোট দেওয়ায় ভক্তদের ধন্যবাদ। অবশ্যই এটা আমার জন্য অবিশ্বাস্য মাস ছিল। আমার টেস্ট অভিষেক হয়েছে। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সমতা ফেরানোতে অবদান রাখার সুযোগ পেলাম।’

অন্যদিকে মহিলা ক্রিকেটে সেরা হওয়া ল্যাম্ব গত মাসে ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০তে হোয়াইটওয়াশ করার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। প্রথম ম্যাচে তিনি করেন ১০২। পরের দুই ম্যাচে করেন যথাক্রমে ৬৭ এবং ৬৫ রান । ৭৮ গড়ে ২৩৪ রান করে সিরিজের সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনিই। বল হাতেও শেষ ম্যাচে নেন ৩টি উইকেট। দারুণ এই পারফরম্যান্সের কারণেই প্রথম বারের মতো মাসের সেরার স্বীকৃতি পেলেন তিনি। আইসিসির ভোটিং অ্যাকাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার।