মুম্বই: এশিয়া কাপের (Asia Cup 2022) জন্য ১৫ সদস্যের ভারতীয় দল (Team India) ঘোষণা করে দেওয়া হল। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে সহ অধিনায়ক করা হয়েছে কে এল রাহুলকে। তবে চোটের কারণে দলে নেই যশপ্রীত বুমরা। সুযোগ পাননি বাংলার পেসার মহম্মদ শামিও। কুলদীপ যাদবকেও দলে রাখা হয়নি।
২৭ অগাস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। গতবারের চ্যাম্পিয়ন দল হিসাবে ভারতের সামনে খেতাব রক্ষার লড়াই। এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার (সাতবার) চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গতবার ওয়ান ডে ফর্ম্যাটে হলেও এবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।
অংশগ্রহণকারী ৬টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান ও যোগ্যতা অর্জনকারী একটি দল। গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ পর্বের সেরা দুটি করে দল উঠবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুটি দল খেলবে ফাইনালে।
শ্রেয়স আইয়ার, অক্ষর পটেল ও দীপক চাহারকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে। হর্ষল পটেল ও বুমরা চোটের জন্য দলের বাইরে।
কী বলছেন রোহিত?
চার বছর আগে এশিয়া কাপের আসরে যখন ভারত অংশ নিয়েছিল সেবার অধিনায়ক ছিলেন তিনি। খেতাবও জিতেছিলেন। তবে এবারের এশিয়া কাপে (Asia Cup 2022) একেবারে জাতীয় দলের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma)। পরপর টানা ইংল্য়ান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার আসন্ন এশিয়া কাপ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন হিটম্যান।
২০১৮ সালে রোহিতের নেতৃত্বেই এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি পরপর জিতেছিল ভারত। এবার রোহিত যখন দেশের ক্রিকেট দলের সব ফর্ম্যাটে পূর্ণাঙ্গ অধিনায়ক, তখনও রোহিতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এশিয়া কাপ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে জয়ের পরই হিটম্যান বলছেন, ”গত বছর টি-টােয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর আমরা নিজেদের চরিত্রে কিছু বদল এনেছিলাম। দলের ছেলেদের মানসিকতা বদলে গিয়েছিল। অধিনায়ক ও কোচের তরফে বার্তা যদি পরিষ্কার থাকে, তবে ছেলেরাও নিজেদের মেলে ধরতে পারে। তেমনটা হলেই সবাই স্বাধীনভাবে চাপমুক্ত হয়ে খেলতে পারে। সামনে এশিয়া কাপেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কিন্তু ছেলেরা সবাই তৈরি নিজেদের মেলে ধরতে। চাপমুক্ত হয়ে খেললেই সাফল্য আসবে।”
গত ডিসেম্বরে সীমিত ওভারের ফর্ম্য়াটে জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর থেকে রোহিতের নেতৃত্বে মাত্র ২টো টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে একটি ম্যাচ ও সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ। তবে সর্বমোট ৩৫টি টি-টোয়েন্টিতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। তার মধ্যে ২৯টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তার মধ্যে রয়েছে টানা ১৪ টি-টোয়েন্টি জয়ের নজিরও।
ঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, আর অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ ও আবেশ খান।
(Source: abplive.com)