উর্ধাঙ্গে নেই কাপড়, ম্যাসাজ নিতে নিতে এই CEO করলেন অফিসের মিটিং! ঝড় নেটপাড়ায়

উর্ধাঙ্গে নেই কাপড়, ম্যাসাজ নিতে নিতে এই CEO করলেন অফিসের মিটিং! ঝড় নেটপাড়ায়

চলছে অফিসের গুরুত্বপূর্ণ মিটিং। তারই মধ্যে খোদ অফিসের সিইও টোনি ফার্নান্ডেজ মিটিংএ বসলেন খালি গায়ে। সামনে গ্যাজেটের স্ক্রিন। আর সেখানে উর্ধাঙ্গ সম্পূর্ণ খোলা রেখে বৈঠকে বসেছেন এয়ার এশিয়ার সিইও টোনি ফার্নান্ডেজ। সেখানেই শেষ নয়। তাঁকে দেখা যাচ্ছে, ওই অবস্থায় একজন তাঁকে গায়ে ম্যাসাজ করে দিচ্ছেন। এই দৃশ্যের ছবি অন্য কেউ পোস্ট করেননি। টোনি নিজেই মালয়েশিয়ান এয়ালাইন্স সংস্থার কর্মসংস্কৃতির ভূয়সী প্রশংসা করে ওই পোস্ট করেন। এরপরই ঝড় ওঠে নেট পাড়ায়। প্রশ্ন ওঠে, একটি সংস্থার সিইও হয়ে তিনি কীভাবে ওইভাবে বসতে পারেন সংস্থার মিটিং এ? এদিকে টোনির ওই ছবি লিঙ্কড ইন-এ পোস্টের খানিক বাদে তা পরে উঠে যায়।

যে পজিটিভ আবেগের কথা নিজের লিঙ্কড ইন পোস্টে টোনি তুলে ধরতে গিয়েছিলেন, সেই আবেগের প্রসঙ্গ ছাপিয়ে টোনি ফার্নান্ডেজের উর্ধাঙ্গ অনাবৃত অবস্থার ছবি উঠে আসে। সেই ছবি ঘিরে নেটিজেনরা অনেকেই সমালোচনার রাস্তা নেন। এদিকে লিঙ্কড ইন-এর যে পোস্ট তিনি প্রথমে শেয়ার করেছিলেন, আর পরে তা তুলে নেন, সেই পোস্টে লেখা ছিল,’একটা চাপের সপ্তাহ কেটেছে। ভেরানিতা ইয়োসেফিনে পরামর্শ দিলেন ম্যাসাজ নেওয়ার। ভালোবাসতেই হবে ইন্দোনেশিয়া আর এয়ার এশিয়ার সংস্কৃতিকে, যেখানে আমি ম্যাসাজ নিতে নিতে ম্যানেজমেন্ট মিটিং ও করতে পারি। আমরা এগোচ্ছি, আর আমি এখন চূড়ান্ত করে ফেলেছি ক্যাপিটাল এ স্ট্রাকচারও। অনেক এক্সাইটিং দিন আসছে। যা আমরা নির্মাণ করেছি, তার জন্য গর্বিত কোনও দিনওই নিজেদের লক্ষ্য থেকে নজর সরেনি।’

টোনি ফার্নান্ডেজের পেজে পরে এই দৃশ্য দেখা যায় লিঙ্কড ইন-এ।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর এই পোস্টটি এসেছে। তারপরই পর পর লাইক আসতে থাকে পোস্টে। অনেকেই মনে করেছেন সংস্থার সিইওর এহেন রূপ অত্যন্ত অস্বস্তিকর। অফিসে বসে এভাবে মাসাজ নিতে নিতে মিটিং করাটাও বেশ অস্বস্তিকর বলে মনে করেছেন অনেকে। সংস্থার কর্মসংস্কৃতির প্রশংসা করে যে পোস্ট টোনি করেছেন, তাকে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে। অনেকেই লিখেছেন, ‘কর্মসংস্কৃতি তুলে ধরার হয়তো এটাই সেরা উপায়।’ অনেকেই প্রশ্ন তুলছেন, যদি টোনির জায়গায় কোনও মহিলা এমনটা করতেন, তাহলে কী বলা হত?

(Feed Source: hindustantimes.com)