Jeet: দেবীপক্ষে পরিবারে নয়া অতিথি, ফের বাবা হলেন জিৎ…

Jeet: দেবীপক্ষে পরিবারে নয়া অতিথি, ফের বাবা হলেন জিৎ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা হলেন সুপারস্টার জিৎ(Jeet)। সোমবার সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেন জিৎ স্বয়ং। সম্প্রতি স্ত্রী মোহনা ও মেয়ের সঙ্গে প্রেগন্যান্সি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। এবার জানালেন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী। সোমবার জিৎ নেটপাড়ায় লেখেন, ‘হৃদয়ে একরাশ কৃতজ্ঞতা নিয়ে আমাদের ছেলের এই পৃথিবীতে আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আপনাদের প্রার্থনায় রাখবেন আমাদের।’

সম্প্রতি স্ত্রী মোহনার সঙ্গে প্রেগন্যান্সি ফটোশ্যুট করেন জিৎ, সঙ্গে ছিলেন তাঁদের কন্যাও। জিতের স্ত্রী ও কন্যা, দুজনে পরেছিলেন আকাশি রঙের একই স্টাইলের পোশাক। তাঁদের সঙ্গে রংমিলান্তি করেন জিৎও। সেই ছবি পোস্ট করে জিৎ লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শীঘ্রই আমাদের আগামী সন্তান আসছে। আমাদের জন্য প্রার্থণা করবেন।’

শুধু আকাশি নয়, ব্লু ডেনিম ও সাদা শার্টেও একটি প্রেগন্যান্সি শ্যুট করেন তাঁরা। সেই ছবিতে স্ত্রীয়ের সঙ্গে রোমান্টিক মুডে ফ্রেমবন্দি হন জিৎ। জিৎ লেখেন, ‘কথায় বলে, যখন তোমার একটি সন্তান, তখন তুমি অভিভাবক আর যখন তোমার একাধিক সন্তান, তখন তুমি রেফারি। আগামীর খেলার জন্য অপেক্ষায় আছি।’জিৎ আরও লেখেন, ‘এই ছবিগুলো না পোস্ট করে পারলাম না। আপনারা ভালোবাসা দেবেন’।

পরিবারে নতুন অতিথি আসার কথা শেয়ার করার পরেই তাঁর পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন তারকারা। শুভশ্রী লেখেন, ‘শুভেচ্ছা, আমি তোমায় আগেই বলেছিলাম’। শুভেচ্ছা জানান শ্রাবন্তী, কৌশানী, অনীক ধর সহ আরও অনেকেই। মুক্তি পেতে চলেছে জিতের আগামী ছবি ‘মানুষ’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ছবির হিন্দি ও বাংলা ট্রেলার। তার মাঝেই সুখবর দিলেন জিৎ।

(Feed Source: zeenews.com)