তাল গাছ ‘সাত’ পায়ে দাঁড়িয়ে! একটা নয় সাতটা কান্ড! বসিরহাটে রহস্যময় গাছের খোঁজ!

তাল গাছ ‘সাত’ পায়ে দাঁড়িয়ে! একটা নয় সাতটা কান্ড! বসিরহাটে রহস্যময় গাছের খোঁজ!

বসিরহাট:তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে,উঁকি মারে আকাশে”… ছোট বেলায় পাঠ্য বইতে অনেকেই হয়ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই অংশটি পড়েছেন। এটাই তাল গাছে বৈশিষ্ট সাধরণত একটিই কাণ্ড থাকে তালগাছে। তবে তালগাছ এখানে এক পায়ে দাঁড়িয়ে নয়, তালগাছ দাঁড়িয়ে আছে সাত পায়ে। আসলে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখার লাউগাছি গ্রামে গেলে দেখা মিলবে আজব এই তালগাছটির। গাছের সাতটি মাথার প্রত্যেকটিতেআলাদা আলাদা সতেজ পাতা আছে।

গ্রামবাসীরা বছরের পর বছর ধরে এটি দেখছে, তবুও আগ্রহ কমেনি। যারাই এর কাছ দিয়ে যায় কিছু সময়ের জন্য দাঁড়ায়। গাছটির দিকে তাকায়। আর মনে মনে বলে প্রকৃতির কী খেলা। এলাকায় নতুন কোনও আগন্তুক আসলে তো কথাই নেই। কেউ ব্যস্ত হয়ে পড়ে ছবি তোলায়, কেউ এর সম্পর্কে খোঁজ খবর নেওয়ায়। স্থানীয়রা জানান, গাছটিকে কবে লাগিয়েছিলেন, তা কেউ জানেন না। তবে এলাকায় ওই গাছ কেউ নিজে উদ্যোগ নিয়ে বসাননি এমনিতেই প্রকৃতির নিয়মে বড় হয়েছে বলেই মনে করেন স্থানীয়রা।

তবে এই ধরনের একটি তাল গাছে সাতটি মাথা কোন অলৌকিক ঘটনা নয়। এমনটি হতেও পারে বলে জানালেন উদ্ভিদ বিশেষজ্ঞ রঞ্জিত মুখার্জি জানান, ‘এটি একটি জেনিটিক সমস্যা। হরমোন জনিত কারণে এক বীজপত্রি উদ্ভিদে একাধিক শাখা প্রশাখা হতে পারে। তবে সেটা হয় খুবই কম।” সব মিলিয়ে গ্রামে অদ্ভুত এই ধরনের তালগাছ দেখা মেলায় তা নিয়ে কিছুটা গর্ব বোধও করেন এলাকার মানুষ।

(Feed Source: news18.com)