পাকাপাকি ভাবে বঙ্গ থেকে বর্ষা বিদায় ! তবু বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয়

পাকাপাকি ভাবে বঙ্গ থেকে বর্ষা বিদায় ! তবু বৃষ্টি থেকে রেহাই নেই পুজোয়
সঞ্চয়ম মিত্র, কলকাতা : অপেক্ষা শেষ। পুজো ( Durga Puja 2023 )  আসার আগেই বুধবার পাকাপাকিভাবে বাংলা থেকে বর্ষা ( Monsoon ) বিদায় নিল। আবহাওয়া দফতর জানাল, উত্তরবঙ্গ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নিয়েছে, সঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের সমগ্র রাজ্য থেকেই বর্ষা বুধবার বিদায় নিল। তা সত্ত্বেও পুজোর মধ্যেও বৃষ্টি এড়ানো যাবে না।

বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায়

পুজোর মধ্যেই সপ্তমীর দিন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। শক্তিশালী হয়ে এই ঘূর্নাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে অন্ধ্র ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এর গতিপথ কোন দিকে হয় সেদিকে নজর রাখবেন আবহবিদদের। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। আগামী ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে শুষ্ক আবহাওয়া।

 অষ্টমীর দিন পর্যন্ত রোদ ঝলমলে আকাশ

পুজোয় দক্ষিণবঙ্গে অষ্টমীর দিন রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব বাংলায়। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন কলকাতা হাওড়া হুগলি দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর এ আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা।

কলকাতার আবহাওয়া

কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আর্দ্রতাজনিত অস্বস্তিও ধীরে ধীরে কমবে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ থেকে ৯০ শতাংশ।

(Feed Source: abplive.com)