‘বলিউডে পাক শিল্পীরা নিষিদ্ধ, আইন আনুক কেন্দ্র’! আর্জি খারিজ করল বম্বে হাইকোর্ট

‘বলিউডে পাক শিল্পীরা নিষিদ্ধ, আইন আনুক কেন্দ্র’! আর্জি খারিজ করল বম্বে হাইকোর্ট

কথায় বলে সঙ্গীত সীমান্ত মানে না! পুলওয়ামা হামলার পর ভারতে পাক শিল্পীদের উপর অলিখিত নিষেধাজ্ঞা জারি রয়েছে। তার পরেও পাক শিল্পী আলি শেঠির ‘পাসুরি’ গান সবচেয়ে বেশি শুনেছে ভারতীয়রা। করাচির কইফি খলিলের ‘কাহানি শুনো’ শোনেনি এমন নেটব্যাবহারকারীর হদিশ ভূ-ভারতে মিলবে না। রাহাত ফতে আলি খান, আতিফ আসলামের মতো গায়করা আজও সমান জনপ্রিয় এদেশে।

কিন্তু সম্প্রতি বম্বে হাইকোর্টে এক জনৈক আর্জি জানায়, কেন্দ্র সরকারকে আইন করে পাক শিল্পীদের এদেশে কাজ বন্ধ করার নির্দেশ জারি করতে হবে। কোনও ভারতীয় ব্যক্তি বা কোম্পানি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কোনওরকম পেশাদার সম্পর্ক স্থাপন করতে পারবে না। সেই পিটিশন খারিজ করে দিল বিচারপতি সুনীল বি শুক্রে এবং বিচারপতি ফিরদৌস পি পুনিওয়াল্লার ডিভিশন বেঞ্চ। আদালত এদিন স্পষ্ট জানায়, ‘শিল্প-সংস্কৃতির মাধ্যমে সৌহার্দ্য বাড়ানোর প্রয়াস, শান্তিরক্ষার চেষ্টা এবং একতার পরিবেশকে নষ্ট করবে’।

বিনোদন শিল্পের জন্য পাকিস্তানে হাত বাড়াতে হবে কেন? আবেদনকারীর এই দাবিকে পাত্তা দেননি বিচারপতিরা। তাঁরা উদাহরণ টেনে আনেন পাক ক্রিকেট দল ও বিসিআই-এর। ভারতে অনুষ্ঠিক ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের যোগদান সম্পর্কে তাঁরা বলেন, ‘এটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ’। সংবিধানের ৫১ নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বজায় রাখার যে কথা বলে হয়েছে তা উল্লেখ করেন বিচারপতিরা। কেন্দ্র সরকারের পদক্ষেপের প্রসংশা করে বম্বে হাইকোর্ট।

বম্বে হাইকোর্টে গত ১৭ই অক্টোবর ফৈয়জ আনওয়ার কুরেশির দাখিল করা পিটিশন খারিজ করেন। কোনও ভারতীয় নাগরিক বা প্রতিষ্ঠান পাক শিল্পীদের সঙ্গে কোনওরকম পেশাদার সম্পর্ক স্থাপন করতে পারবে না, এই নিয়ে উপযুক্ত বিজ্ঞপ্তি দিতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং তথ্য-সম্প্রচার মন্ত্রককে, আদালত মারফত নির্দেশ দেওয়ার আবেদন জানিয়ে এই হলফনামা দায়ের করেছিলেন কুরেশি।

পাক শিল্পীদের যাতে ভারতে আসার ভিসা না দেওয়া হয়, সেই নিয়ও বিদেশ মন্ত্রককে নির্দেশ দেওয়ার কথা ওই পিটিশনে বলা হয়েছিল। এই প্রসঙ্গে বিভিন্ন সিনে প্রতিষ্ঠান কর্তৃক পাক শিল্পীদের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই তার উল্লেখ করেন কুরেশির আইনজীবী বৈভব কৃষ্ণা। তবে কোনও যুক্তিই ধোপে টেকেনি।

পুলওয়ামা হামলার পরবর্তী সময়ে ভারতে পাক শিল্পীদের কাজ করবার উপর সম্পূর্নরূপে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলিউডে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)-এর তরফে জারি লিখিতভাবে এই প্রতিবন্ধকতা আরোপ করা হয়। যদিও পাকিস্তানি শিল্পীদের উপর ভারতে কাজ করা নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে কোনওদিনই কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাই এই নিয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই।

(Feed Source: hindustantimes.com)