প্রথম ছবির উত্তেজনায় উচ্ছ্বসিত সৃজা, ‘বাঘা যতীন’-এর আড্ডায় যোগ দিলেন সুদীপ্তা-সামিউলও

প্রথম ছবির উত্তেজনায় উচ্ছ্বসিত সৃজা, ‘বাঘা যতীন’-এর আড্ডায় যোগ দিলেন সুদীপ্তা-সামিউলও

কলকাতা: ‘বাঘা যতীন’ মুক্তির আজ দ্বিতীয় দিন। আর ইতিমধ্য়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে এই ছবি। ‘বাঘা যতীন’-এ দেবের পাশাপাশি কয়েকটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সৃজা দত্ত (Srija Dutta), সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty) ও সামিউল আলম (Samiul Alam)। আজ এবিপি আনন্দর স্টুডিওয় ছবি নিয়ে জমজমাট আড্ডায় মাতলেন এই ত্রয়ী।

সৃজার এটাই প্রথম ছবি। তাও আবার দেবের মত সুপারস্টারের সঙ্গে। সুতরাং উত্তেজনা দ্বিগুন। অভিনেত্রীর কথায়, ‘আমার কাছে এটা স্বপ্নের মত, এত বড় অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি। আমার কলেজেও গিয়েছিলাম এই ছবির প্রচারে। আত্মীয়-পরিবার থেকে শুরু করে আমার শিক্ষক-শিক্ষিকারা সবাই ভীষণ খুশি।’ কথায় কথায় উঠে এল পুজোর শপিং-এর প্রসঙ্গও। অভিনেতা জানালেন,’পুজোর আগে কেনাকাটা উত্তেজনা তো থাকেই তবে এই বছরটা একটু আলাদা। আমার ছবি মুক্তি পাচ্ছে, তাই আমার কাছে এই পুজোটা খুব স্পেশাল। ‘

এই ছবিতে ক্ষুদিরামের চরিত্রে অভিনয় করেছেন সামিউল আলম। ছবি মুক্তি উত্তেজনা তো আছেই। তবে  শহরের পুজোর থেকেও তাঁকে টানে গ্রামের পুজো। তাই পুজোয় নিজের গ্রামের বাড়িতে অভিনেতার পা পড়বেই। সামিউল জানালেন, ‘আগের বছর কলকাতার পুজো দেখতে এসেছিলাম ট্রেনে করে, কিন্তু বৃষ্টির কারণে শেষ ট্রেনে ফিরে যেতে হয়। তাই এবছর কলকাতার পুজো উপভোগ করারও ইচ্ছা আছে।’

জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর। ছবির শ্য়ুটিং-এ স্বামী ও বরকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। ফলে কাজের সঙ্গে সঙ্গে মজাও হয়েছে চুটিয়ে। অভিনেত্রী জানালেন,’আমার মেয়ে ও আমার দিদির মেয়ের অসম্ভব ভাল লেগেছে এই ছবি। অবশ্য়ই তার অন্য়তম কারণ এই ছবি ইতিহাসকেন্দ্রিক।’

কথায় কথায় উঠে এল বিনোদিনী অপেরার চরিত্রে সুদীপ্তার অভিনয়ের কথা। যা দেখে মুগ্ধ হয়ে মুনমুন সেন নাকি সটান দুদুটো শাড়ি নিয়ে হাজির হয়েছিলেন অভিনেত্রীর বাড়ি। এপ্রসঙ্গে অভিনেত্রী জানালেন,’এরইমধ্য়ে একটি শাড়ি পরাও হয়ে গিয়েছে। তবে সেইভাবে শপিং করা হয়নি বলে গতকালই বেরিয়ে জামাকাপড় কেনাকাটা করে নিয়েছি।’

উল্লেখ্য়, বক্সঅফিসে এই ছবি কত টাকার ব্য়বসা করে এখন অপেক্ষা সেটাই দেখার।

(Feed Source: abplive.com)