‘হামাস ISIS-এর চেয়েও ভয়ঙ্কর!’, ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে সাফ কথা বাইডেনের

‘হামাস ISIS-এর চেয়েও ভয়ঙ্কর!’, ইজরায়েল-প্যালেস্তাইন নিয়ে সাফ কথা বাইডেনের

ইজরায়েল: ঠিক ছিল আগে থেকেই৷ হামাস-ইজরায়েল যুদ্ধে ইজরায়লের প্রতি আমেরিকার সমর্থন সুপ্রতিষ্ঠিত করতে সশরীরে যুদ্ধ বিধ্বস্ত দেশে যাবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন৷ গেলেনও তাই৷ শুধু তাই নয়, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ঠিক পাশটাতে বসে যৌথ সাংবাদিক বৈঠকও করলেন৷ আর সেই বৈঠকে প্রত্যাশিত ভাবেই উঠে এল গাজার হাসপাতালে হামলার প্রসঙ্গ৷ বৈঠকে বাইডেন স্পষ্ট দাবি করলেন, ইজরায়েল নয়, গাজার হাসপাতালে হামলা ঘটিয়েছে, সেখানকারই আরেক বিদ্রোহী গোষ্ঠী৷

এদিনের বৈঠকে জো বাইডেন জানান, তিনি বিশ্বাস করেন, গাজার আহলি আরব হাসপাতালে গত মঙ্গলবার যে রকেট হামলা হয়েছে, তা ‘অন্য টিম’-এর কাজ৷ তিনি বলেন, ‘‘গতকাল গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। এবং, আমি যা দেখেছি তার উপর ভিত্তি করে, মনে হচ্ছে এটি অন্য দল করেছে, আপনারা নয়৷’’ সেই বৈঠকেও বাইডেনকে বলতে শোনা যায়, ‘‘আমাদের মনে রাখতে হবে যে হামাস প্যালেস্তিনীয়দের প্রতিনিধিত্ব করে না।’’

পরে আরেকটি পোস্টে যুদ্ধ বিধ্বস্ত গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্কের প্যালেস্তিনীয়দের জন্য ১০০ মিলিয়ন ডলার সাহায্য ঘোষণা করেন জো বাইডেন৷

(Feed Source: news18.com)