Gaza: মসজিদে ভয়ংকর বিমান হামলা! মৃত্যু এখনই ১৮, আর কত?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজা স্ট্রিপে বারুদের গন্ধের কোনও কমতি নেই। এক বছর হল সেখানে আগুন জ্বলছে। কিন্তু তা নিভছে না কোনও মতেই। এবার এক মসজিদে হামলা। প্যালেস্টাইনের গাজায় একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। একই সঙ্গে মর্মান্তিক ও ভয়াবহ এই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে এখনও পর্যন্ত খবর। গাজা স্ট্রিপের দেইর আল-বালাহ এলাকার আল-আকসা মার্টিয়ার্স হাসপাতালের পাশে সাহদা আল-আকসা মসজিদে বিমান হামলার এই ঘটনাটি ঘটেছে। বছরখানেক ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে বাস্তুচ্যুত হওয়া বহু প্যালেস্টাইনি…










