Israel-Palestine War: যুদ্ধের ১০০ দিন পূর্ণ! গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল…

Israel-Palestine War: যুদ্ধের ১০০ দিন পূর্ণ! গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যুমিছিল অব্যাহত। প্যালেস্টাইন-ইজরায়েলের সংঘাতে বাড়ছে মৃতের সংখ্যা। নতুন বছরে প্যালেস্টাইনের গাজায় ইজরায়েলের হামলার তীব্রতা বেড়েছে। অবরুদ্ধ এই উপত্যকায় ইজরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে! নিহত প্যালেস্টাইনিদের প্রায় সাড়ে ১০ হাজারই শিশু! গত রবিবারই গাজায় ইজরায়েলি হামলার ১০০ দিন পূর্ণ হল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যুদ্ধ শুরুর পর থেকেই গাজার হাসপাতালগুলিতেই বিশেষ করে বারবার হামলা চালিয়ে আসছে ইজরায়েল। এতে সেখানকার বেশিরভাগ হাসপাতালেই বন্ধ হয়ে গিয়েছে চিকিৎসাপরিষেবা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় ইজরায়েলি হামলায় আরও ১৩২ জন নিহত হয়েছেন, আহত ২৫২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, হতাহত ব্যক্তিদের কয়েকজন এখনও ধ্বংসস্তূপের নীচে পড়ে আছেন হয়তো। একটানা হামলার কারণে অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকর্মীরা তাঁদের কাছে পৌঁছতে পারছেন না।

গত ৭ অক্টোবর ইজরায়েলি হামলা শুরুর পর এ নিয়ে গাজায় ২৪ হাজার ১০০ জন নিহত হলেন। আহত হয়েছেন প্রায় ৬১ হাজার জন। নিখোঁজ রয়েছেন ৮ হাজারেরও বেশি। তবে, সবচেয়ে মর্মান্তিক তথ্য হল, নিহত প্যালেস্টাইনিদের মধ্যে ১০ হাজার ৪০০ শিশু রয়েছে। সংখ্যাটা অবরুদ্ধ এই উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ১ শতাংশের মতো! কবে থামবে এই মৃত্যুযজ্ঞ?

(Feed Source: zeenews.com)