‘গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস’, দাবি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

‘গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস’, দাবি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
তেল আভিভ : ‘গাজায় নিয়ন্ত্রণ হারিয়েছে হামাস।’ সোমবার এমনই দাবি করলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। প্যালেস্তাইনের এই গোষ্ঠী আচমকা ইজরায়েলে আক্রমণ শানানোর প্রায় এক মাস পর এই দাবি করল ইহুদি-অধ্যুষিত এই রাষ্ট্র। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “হামাস গাজার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছে। জঙ্গিরা দক্ষিণ দিকে পালাচ্ছে। হামাস শিবিরে লুঠপাট চালাচ্ছে অনেক সাধারণ মানুষ।” যদিও তাঁর এই দাবির পরিপ্রেক্ষিতে কোনও প্রমাণ দিতে পারেননি প্রতিরক্ষামন্ত্রী।

গত ৭ অক্টোবর আচমকা ইজরায়েলে হামলা চালায়  হামাস। তার পর থেকে প্রায় ১২০০ মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে অধিকাংশই সাধারণ নাগরিক। এছাড়া পণবন্দি করা হয়েছে প্রায় ২৪০ জনকে। সাম্প্রতিক পরিসংখ্যানে এমনই দাবি করেছে ইজরায়েল।

এদিকে হামাস পরিচালিত গাজার ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ইউসুফ আবু রিশ জানিয়েছেন, বিদ্যুতের অভাবে এই দ্বীপের উত্তর ভাগের সমস্ত হাসপাতালে পরিষেবা বন্ধ। গাজার সবথেকে বড় হাসপাতাল অল শিফায় সম্প্রতি সাত অপরিণত শিশু এবং ২৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

যুদ্ধ বাধার কিছুদিন পর গাজা অবরুদ্ধ করে ফেলে ইজরায়েল। খাদ্য, জ্বালানি-সহ অন্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের ঘাটতি দেখা দিয়েছে এই মুহূর্তে। এই পরিস্থিতিতে প্যালেস্তাইনের প্রধানমন্ত্রী মহম্মদ শটাইয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও রাষ্ট্রসংঘের কাছে, গাজার জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন।

প্রসঙ্গত, ইজরায়েলি হামলায় গাজায় বহু সাধারণ মানুষের মৃত্যুর পর বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে ইজরায়েল। যদিও তাতে দমে না গিয়ে পাল্টা ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু অঙ্গীকার করেছেন, হামাসকে পরাস্ত করতে প্রয়োজনে গোটা বিশ্বের বিরুদ্ধে যাবে ইজরায়েল। Times of Israel সূত্রের খবর। যৌথ এক প্রেস বিবৃতিতে সম্প্রতি প্রধানমন্ত্রী নেতানইয়াহু, ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্ত ও মন্ত্রী বেনি গাঞ্জ পশ্চিমী রাষ্ট্রনেতাদের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরা যেন এই ইহুদি-অধ্যুষিত রাষ্ট্রকে সমর্থন জানান। কারণ, তাঁদের জয় মানেই মুক্ত বিশ্বের জয়। Times of Israel-এ প্রকাশিত খবর অনুযায়ী, যুদ্ধের পর প্যালেস্তিনীয় প্রশাসনের গাজায় প্রত্যাবর্তনকেও সমর্থন করবে না ইজরায়েল। প্রসঙ্গত, গাজায় বহু মানুষের প্রাণহানির পর একাধিক দেশ উদ্বেগপ্রকাশ করার পর এনিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরে ইজরায়েল।

শুক্রবারই আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন আর্জি জানান, গাজায় সাধারণের প্রাণহানি রুখতে আরও কিছু করার প্রয়োজন আছে। সেখানকার মানুষের কাছে যাতে মানবিক সাহায্য় পৌঁছায় তা নিশ্চিত করতে হবে। এছাড়া যুদ্ধে অনেক প্যালেস্তিনীয়রও মৃত্যু হচ্ছে। এই পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বলেন, “চাপের কাছে নতি স্বীকার নয়। আমাদের যুদ্ধ আপনাদের যুদ্ধ। নিজেদের জন্য এবং বিশ্বের জন্য ইজরায়েলকে জিততে হবে। কোনওভাবেই, কোনও আন্তর্জাতিক চাপ বা আইডিএফ জওয়নাদের নিয়ে বা আমাদের রাষ্ট্রকে নিয়ে কোনও মিথ্যা অভিযোগই ইজরায়েলকে নিজেদের সুরক্ষিত করা থেকে টলাতে পারবে না। প্রয়োজনে গোটা বিশ্বের বিরুদ্ধে দৃঢ়ভাব দাঁড়াবে ইজরায়েল।”

(Feed Source: abplive.com)