ইরানের মাটিতে নিহত হামাসের শীর্ষ নেতা, ইজরায়েলের দিকে অভিযোগের আঙুল
কলকাতা: ইজরায়েল-হামাস দ্বন্দ্বে আরও জটিল হল পরিস্থিতি। আর এবার তাতে সরাসরি জড়িয়ে গেল ইরান। হামাস জানিয়েছে তাদের নেতা ইসমাইল হ্যানিয়ের মৃত্যু হয়েছে ইরানের মাটিতে। গোটা ঘটনায় ইজরায়েলের (Israel) দিকে আঙুল তুলেছে হামাস। হামাসের দাবি, ইজরায়েলের বিমান হানায় ইরানের মাটিতে মৃত্যু হয়েছে তাদের সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হ্যানিয়ে (Ismail Haniyeh)। ইরানের প্যারামিলিটারি রেভিলিউশনারি গার্ড জানিয়েছে এই ঘটনার তদন্ত করছে। কীভাবে এমন ঘটনা ঘটল তা ইরানের তরফে কিছুই জানানো হয়নি। হামাস জানিয়েছে, ইরানের তেহরানের বাসভাবনে ইজরায়েলের হামলায় ইসমাইল হ্যানিয়ের মৃত্যু…