‘আরও বৃহৎ যুদ্ধের’ পরিকল্পনা নিচ্ছে ইজরায়েল! রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত?

‘আরও বৃহৎ যুদ্ধের’ পরিকল্পনা নিচ্ছে ইজরায়েল! রক্তক্ষয়ী সংঘর্ষের ইঙ্গিত?
কলকাতা: যুদ্ধ (War) বন্ধের নয়, বরং যুদ্ধ পরিস্থিতিতে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইজরায়েলের (Israel), সংবাদসংস্থা সূত্রে এমনটাই খবর। টানা ১৫ দিনে ধরে চলছে এই রক্ষক্ষয়ী সংঘর্ষ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden), ব্রিটেনের (Britain) প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak) যুদ্ধকালীন পরিস্থিতি পরিদর্শনে ইজরায়েলে যান। কিন্তু হামাসকে নিশ্চিহ্ন করার শপথ নিয়ে এখনও গাজা উপত্যকায় বিমান হামলা জারি রেখেছে ইজরায়েল।

এই যুদ্ধে দু’পক্ষেরই কয়েক হাজার হাজার প্রাণহানি হয়েছে। কিন্তু সংঘর্ষ শেষের বদলে আরও গুরুতর দিকে এগিয়ে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সংবাদসূত্রে খবর, গাজা নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে ইজরায়েল সরকার। এরই মধ্যে হামাসের বিরুদ্ধে তিন ধাপের যুদ্ধ পরিকল্পনাও নির্ধারণ করা হয়েছে। এই তিন ধাপ যুদ্ধের উদ্দেশ্য গাজায় একটি ‘নতুন নিরাপত্তা শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠা করা। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এই পরিকল্পনা প্রকাশ করেছেন।

গাজাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেছেন ইয়োভ গ্যালান্ত। তিনি জানিয়েছেন, গাজায় হামাসের সরকার ব্যবস্থা, সামরিক সক্ষমতা ধ্বংস করতে তিন ধাপে যুদ্ধ পরিচালনা করা হবে। এর মধ্যে দিয়ে হামাসকে নির্মূল করা হবে। তিনি বলেন, যুদ্ধের যে বর্তমান ও প্রথম ধাপ চলছে, সেখানে প্যালিস্তানীয় ভূখণ্ডে হামাসকে নিরস্ত্রীকরণ ও তাদের অবকাঠামোকে ধ্বংস করা হবে।

ইজরায়েলের পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সামনে গ্যালান্ত জানান, পরবর্তী ধাপগুলো কয়েক দিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাসে শেষ হয়ে যাবে এমনটা ভাবা যাবে না। তবে এই তিন ধাপ যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য হলো- ‘এই অঞ্চলে (গাজায়) একটি নতুন নিরাপত্তা শাসনব্যবস্থা গঠন করে গাজার ওপর ইজরায়েলের দায়বদ্ধতা অপসারণ করা।’ গ্যালান্ত বলেন, ‘গাজায় সামরিক অভিযান ইজরায়েলের নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা বাস্তবতা প্রতিস্থাপন করবে।’

সূত্রের খবর, গাজায় ইজরায়েলি হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। আসন্ন স্থল অভিযানের লক্ষ্যে আরও সুযোগ তৈরি করতে ইজরায়েলি বাহিনী এই হামলা চালাবে বলে জানিয়েছে।

(Feed Source: abplive.com)