‘তরতাজা রয়েছেন রুশ প্রেসিডেন্ট, বডি ডাবল ব্যবহারের খবর হাস্যকর’, প্রতিক্রিয়া ক্রেমলিনের

‘তরতাজা রয়েছেন রুশ প্রেসিডেন্ট, বডি ডাবল ব্যবহারের খবর হাস্যকর’, প্রতিক্রিয়া ক্রেমলিনের
নয়াদিল্লি: দিব্যি তরতাজা রয়েছেন রুশ প্রেসিডেন্ট, স্পষ্ট জানিয়ে দিল ক্রেমলিন (Krelmin Denies Putin Illness)। ভ্লাদিমির পুতিনকে নিয়ে বডি ডাবল ব্যবহারের যে জল্পনা বার বার ছড়ায়, সেটাও পুরোপুরি হাস্যকর, আরও দাবি রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভের। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘিরে পুতিনের স্বাস্থ্য (Putin Health Update) সম্পর্কে জোর জল্পনা শুরু হয়। যদিও ছবিটি যে ভুয়ো, সেটি স্পষ্ট হয়ে গিয়েছিল। তাতে সিলমোহর দিল ক্রেমলিনও।

কী দাবি ক্রেমলিনের?
একটি রুশ টেলিগ্রাম চ্যানেল দেশের প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে যে প্রতিবেদন করেছে, সে ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল ক্রেমলিনের মুখপাত্রকে। তিনি বলেন, ‘সব একেবারে ঠিকঠাক রয়েছে। এটা আরও একটি গুজব।’ ওই টেলিগ্রাম চ্যানেলের প্রতিবেদনের ভিত্তিতে বেশ কিছু পশ্চিমি সংবাদমাধ্যমও খবর করে। জল্পনা ছড়ায়, রবিবার সন্ধেয় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন পুতিন। কিন্তু পরে সত্যিটা স্পষ্ট হয়। পুতিনের বডি-ডাবল নিয়ে প্রশ্ন করা হলে পেসকভ বলেন, ‘এক শ্রেণির সংবাদমাধ্যম এই ধরনের ভিত্তিহীন গুজব তৈরি করে। এটি তারই একটি। এর জন্য হাসি ছাড়া আর কিছুই প্রতিক্রিয়া বরাদ্দ নয়।’ রুশ প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা নতুন নয়। দীর্ঘ সময় পর্যন্ত ‘অ্যাকশন ম্যান’ ভাবমূর্তি ধরে রাখলেও এক এক সময়ে তাঁর এক এক রকম সমস্যার কথা শোনা গিয়েছে। গত ৭ অক্টোবর ৭১ বছর পূর্ণ করেছেন তিনি। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, টানা রুশ-ইউক্রেন যুদ্ধের চাপ তাঁর শরীরে ছাপ ফেলছে। যদিও তাতে প্রত্যেক দিনের তুমুল ব্যস্ত কর্মসূচি এবং জনসমক্ষে অনুষ্ঠান করায় কোনও খামতি হয়নি।

যে ছবিতে বিতর্ক…
হালে যে ছবি ঘিরে পুতিনের স্বাস্থ্য নিয়ে জল্পনা ছড়িয়েছিল তাতে দেখা যাচ্ছে, মাটি ধরে বসে রয়েছেন পুতিন। পর পর কয়েকটি ছবির প্রথমটিতে দেখা যায়, ধুঁকছেন তিনি। তার পর ভারসাম্য না রাখতে পেরে মাটিতে মুখ থুবড়ে পড়ে রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুতিনের ছবি-সহ ওই খবর ছড়িয়ে পড়ে। রাশিয়ার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য মস্কো টাইমস’-এর শীর্ষক-সহ ওই ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সর্বত্র।। পুতিন হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হয় তাতে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায় সর্বত্র।  কিন্তু খবরের সত্যতা যাচাই করতে গিয়ে উঠে আসে আসল তথ্য। গোড়াতেই খটকা লাগে জাপানের এক কৃত্রিম যন্ত্রমেধা বিশেষজ্ঞের। মেঝেতে বিছনো কার্পেট থেকে পুতিনের মুখের পেশি, তাঁর চাহনিকে খুঁত পান তাঁরা। শুধু তাই নয়, যে স্ক্রিনশটকে রুশ সংবাদমাধ্যমের ছাপা খবর বলে তুলে ধরা হয়েছে, তাতে চলতি বছরের ১২ মে লেখা থাকতে দেখা যায়। ওই দিনে সংবাদমাধ্যমটি আদৌ ওই খবর ছেপেছিল কিনা, শুরু হয় তদন্ত। তাতে দেখা যায়, তেমন কোনও খবরই ছাপা হয়নি। এর পর ওই ছবি নিয়ে অনুসন্ধান শুরু করলে দেখা যায়, এ বছর ২২ মার্চ ওই একই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ক্রেমলিনে বৈঠক চলাকালীন পুতিন অসুস্থ হয়ে পড়েন বলে দাবি করা হয়েছিল সেবার।পরে জানা যায়, ওই ছবিটি আসলে কৃত্রিম যন্ত্রমেধাকে কাজে লাগিয়ে বানানো হয়েছিল।
এবার বিবৃতি দিল ক্রেমলিন।

(Feed Source: abplive.com)