সিঁদুর খেলার পরে মুখ জ্বালা করছে? এই টোটকায় ঠিক হয়ে যাবে জলদি

সিঁদুর খেলার পরে মুখ জ্বালা করছে? এই টোটকায় ঠিক হয়ে যাবে জলদি

সিঁদুর খেলার পরে ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ সিঁদুরে থাকা উপাদান ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই সিঁদুর খেলার পর ত্বকের যত্নের জন্য কিছু বিশেষ ব্যবস্থা নিতেই হয়। সিঁদুর খেলার পরে কারও কারও ত্বকে মারাত্মক সমস্যা দেখা দেয়। যাঁদের ত্বকের ব্রণ, ব়্যাশের মতো সমস্যা দেখা দেয়। এ ছা়ড়া ত্বকে চুলকানি হতে থাকে এমন মানুষের সংখ্যাও কম নেই। তাই সিঁদুর খেলার পর অবশ্যই ত্বকের বিশেষ যত্ন নিতে হবে। ত্বক ভালো রাখতে এমন কিছু ঘরোয়া টোটকা মাখতে হবে, যা নিমেষে ত্বকের সমস্যা দূর করে। এমনকী নিমেষে ত্বকের জালাপোড়া কমায়। আসুন জেনে নেওয়া যাক ত্বকে কী কী ঘরোয়া টোটকা ব্যবহার করবেন-

নারকেল তেল: সিঁদুর খেলার পরে ত্বকে বেশি করে নারকেল তেল মেখে রাখুন। ১০-১৫ মিনিট ধরে হালকা হাতে ম্যাসাজ করুন।

অ্যালোভেরা জেল: হাতে সামান্য অ্যালোভেরা জেল নিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করন। অ্যালোভেরায় থাকা অ্যান্টিফাংগাল ও অ্যান্টিসেপটিক উপাদান ত্বকের জন্য অত্যন্ত উপকারী।

গোলাপ জল- ভালো করে মুখ পরিষ্কার করে নিয়ে তুলোয় গোলাপ জল নিয়ে সারা মুখে মেখে রাখুন। সিঁদুর মাখার ফলে মুখ জ্বালা করলে অত্যন্ত আরাম দেবে গোলাপ জল।

অলিভ অয়েল- ত্বকের জন্য অত্যন্ত উপকারী অলিভ অয়েল। অলিভ অয়েলও প্রচুর পরিমানে অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে। যা ত্বকের জন্য অত্যন্ত ভালো। তাই সিঁদুর খেলার পরে মুখে অলিভ অয়েল মেখে রাখতে পারেন।

মুলতানি- মুলতানি ত্বকের ব়্যাশ ও জ্বালাপোড়া থেকে বাঁচায় তাই রাতে ১০ মিনিটের জন্য মুলতানি মাটির মাস্ক মুখে মেখে রাখুন। এতে সামান্য কাঁচা দুধ, গোলাপ জল ও অ্যালোভেরা জেল মেশাতে পারেন।

(Feed Source: hindustantimes.com)