এবার থেকে হাইড করা যাবে লকড চ্যাট; ফের নয়া ফিচার আনছে WhatsApp

এবার থেকে হাইড করা যাবে লকড চ্যাট; ফের নয়া ফিচার আনছে WhatsApp

কলকাতাঃ মেটা-র মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp আরও একটি নতুন ফিচার আনার পরিকল্পনা করেছে। যার ফলে খুব শীঘ্রই লকড চ্যাট হাইড বা গোপন করে রাখতে পারবেন গ্রাহকরা। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, লকড চ্যাট হাইড করার অপশন আনার জন্য বর্তমানে কাজ চলছে। পরবর্তীকালে অ্যাপটি আপডেট করা হলে এই ফিচার পেয়ে যাবেন ব্যবহারকারীরা।

WABetaInfo-র রিপোর্ট বলছে, “Android 2.23.22.9 আপডেটের জন্য সাম্প্রতিক হোয়াটসঅ্যাপ বিটাকে অনেক ধন্যবাদ। এটা বর্তমানে পাওয়া যাচ্ছে গুগল প্লে স্টোরে। আমরা এটা জানতে পেরেছি যে, হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচারের উপর কাজ করছে। যার ফলে চ্যাট লিস্টের লকড চ্যাট হাইড করার বিকল্প পাওয়া যাবে।”

রিপোর্ট অনুযায়ী, একটি নতুন বিকল্প নিয়ে কাজ চলছে। যার ফলে ব্যবহারকারীরা লকড চ্যাট হাইড করতে পারবেন। আসলে বর্তমানে লকড চ্যাটসের অ্যাকসেসের এন্ট্রি পয়েন্ট সর্বক্ষণই চ্যাটলিস্টে দেখা যায়। এর ফলে যে কোনও ব্যক্তি ফোনের অ্যাকসেস পেলেই লকড কনভার্সেশনের উপস্থিতি বুঝতে পারবেন। রিপোর্টে এ-ও বলা হয়েছে যে, এই ফিচার এনেবল করার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ বারে একটি সিক্রেট কোড দিয়ে এন্ট্রি পয়েন্ট মুছে দিয়ে লকড চ্যাটের তালিকা দৃশ্যমান করতে পারবেন।

WABetaInfo জানিয়েছে যে, লক করা চ্যাটগুলি খোলার জন্য এন্ট্রি পয়েন্টটি হাইড করার ফিচার ব্যবহার করা এবং লকড চ্যাটের তালিকা অ্যাক্সেস করার জন্য একটি সিক্রেট কোড ফিচার সংহত করা হলে ব্যবহারকারীর গোপনীয়তা উন্নত করবে।

রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে যে, ব্যবহারকারীরা অনেক সময় সংবেদনশীল অথবা গোপন বিষয়ে কথা বলেন। আর সেটা তাঁরা অন্যদের থেকে গোপন বা হাইড করতে চান। লকড চ্যাটের এন্ট্রি পয়েন্ট হাইড করা থাকলে অন্য কারওর হাতে ফোন পড়লেও অসুবিধা হবে না। কারণ তাঁরা বুঝতেই পারবেন না যে, ফোনে লকড চ্যাট রয়েছে। অর্থাৎ নয়া এই ফিচার কথোপকথনের গোপনীয়তা বাড়াতে সাহায্য করবে।

এমনিতে একই ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট রাখার সুবিধা ইতিমধ্যেই চালু করছে WhatsApp। মেটা অফিসিয়াল ভাবেই নিশ্চিত করেছে যে, এই ফিচার আগামী দিনে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। যাঁরা ড্যুয়াল-সিম ফোন ব্যবহার করেন, তাঁরা এই ফিচারের কারণে সুবিধা পাবেন।

(Feed Source: news18.com)