১০০ টাকায় একেবারে ৭৬ লক্ষের বিলাসবহুল গাড়ি! অসমে কী করে অসম্ভব হচ্ছে সম্ভব

১০০ টাকায় একেবারে ৭৬ লক্ষের বিলাসবহুল গাড়ি! অসমে কী করে অসম্ভব হচ্ছে সম্ভব

গুয়াহাটি: স্করপিও থেকে স্কোডা, রেঞ্জ রোভার! ১০ টাকায় লাখ-লাখ টাকার গাড়ি৷ হ্যাঁ, মাত্র ১০০ টাকায়৷ এমনই এক অবাক করা কাণ্ড ঘটছে অসমে৷ সে রাজ্যের রয়্যাল রাস উৎসব কমিটি এমনই এক গিফট কুপনের খেলার ব্যবস্থা করা হয়েছে৷ এই বিপুল আয়োজন, মানে উৎসবের আয়োজনকে কাজের মধ্যে দিয়ে আরও ভাল করে গড়ে তুলতেই এই বিশেষ আয়োজন৷

আপনি যদি সেই গিফট কুপনের খেলায় অংশ নিতে পারেন, তা হলে আপনিও মাত্র ১০০ টাকার বিনিময়ে জিততে পারেন লক্ষ-লক্ষ টাকার গাড়ি৷ যে মুহূর্ত থেকে এই গিফট কুপনের খেলার জন্য কাউন্টার খোলা হয়েছে, তখন থেকেই ক্রমাগত মানুষের ভিড় লেগেই রয়েছে৷ হাউলিতে যে অফিস রয়েছে, সেই অফিস থেকেও এই টিকিট সংগ্রহ করতে পারবেন যে কেউ৷ আগামী ১০ ডিসেম্বর লাকি বিজেতাদের নাম ঘোষণা করা হবে আগামী ১০ ডিসেম্বর, ২০২৩ সালে৷

বরপেটা জেলার একটি ছোট্ট অংশ হাউলি৷ প্রতি বছর এখানে রাস মহোৎসব পালিত হয়৷ এ বছর রাস মহোৎসবের ৯৫ তম বছর পূর্ণ হবে৷ রাস উৎসব হল ভগবান শ্রী কৃষ্ণ ও রাধার যুগল মূর্তির উপাসনার একটি উৎসব৷ এ বছর ২৪ নভেম্বর থেকে হাউলিতে রাস উৎসব পালিত হবে৷ তবে প্রতিবছরই রাস উৎসবের সময়ের এই লটারি খেলার অংশটিতে মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে৷

গত বছরেও এমন লটারি খেলা হয়েছিল৷ সেখানে ১০০ টাকায় অডি গাড়ি জিতেছিলেন একজন৷ গত বছর লটারি কমিটি ৩ লক্ষ ২০ হাজার টিকিট বিক্রি করেছিল রাস কমিটি৷ এ বছর রয়েছে মোট ৪ লক্ষ লটারির টিকিট৷

(Feed Source: news18.com)