Mukundapur: মাত্র ১ সেমি ছিদ্র করে রোবটের মাধ্যমে সফল অস্ত্রোপচার হাসপাতালে

Mukundapur: মাত্র ১ সেমি ছিদ্র করে রোবটের মাধ্যমে সফল অস্ত্রোপচার হাসপাতালে

‌অপারেশনের জন্য বুক কেটে লম্বা ক্ষত করার প্রয়োজন হল না। মাত্র ১ থেকে ১.‌২ সেমি ছিদ্র করে খাদ্যনালী, ফুসফুস, হার্টের চাদরের মতো শরীরের থোরাসিক অংশেও রোবটের মাধ্যমে সফল অস্ত্রোপচার করা সম্ভব হয়েছে ই এম বাইপাসের ধারে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে। রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেনি বলে অভিমত চিকিৎসক মহলের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুটি এই ধরনের অপারেশন হয়েছে। ৩৯ বছর বয়সি এক যুবকের প্রচণ্ড শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও কাশির মতো সমস্যা ছিল। চিকিৎসকরা বুঝতে পারেন, একটি মিডাসটিয়ান টিউমারের জন্য এই সমস্যা হচ্ছে। বিশিষ্ট রোবটিক সার্জেন ডক্টর অমিতাভ চক্রবর্তীর পরিচালনায় রোবটের মাধ্যমে অপারেশনটি হয়। বুকে মাত্র ১ সেমি ও ১.‌২ সেমি ছিদ্র করে রোবটটি টিউমারের কাছে পৌঁছে যায় ও টিউমারটিকে বের করে আনে। দ্বিতীয়টির ক্ষেত্রে জানা যায়, ৫৬ বছরের এক ব্যক্তির ফুসফুসে গভীর ক্ষত তৈরি হয়েছিল। সেখান থেকে রক্তপাত হচ্ছিল। সেইমতো ১.‌২ সেমি দুটি ছিদ্র করা হয়। রোবটের মাধ্যমে দ্বিতীয়টির ক্ষেত্রেও সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে চিকিৎসকদের মাধ্যমে।

চিকিৎসকরা জানান, রোবটের হাত যেহেতু ৩৬০ ডিগ্রি ঘুরতে পারে, তাই থ্রি ডি ছবির মাধ্যমে জায়গার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুই বুঝতে পারে। এই ধরনের অপারেশনের ক্ষেত্রে রোবটের যেমন একটা ভূমিকা রয়েছে, তেমনি যারা এই অপারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। জানা গিয়েছে, অপারেশন হয়ে যাওয়া দুজনের শারীরিক অবস্থা ভালো রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, যেভাবে রোবটিক সার্জারি টিমের মাধ্যমে পুরো অপারেশনটা হল, তাতে ইতিহাসে এক নজির সৃষ্টি করলেন চিকিৎসকরা।

(Source: hindustantimes.com)