এক সপ্তাহে একশো বার স্ট্রোক! বৃদ্ধকে বাঁচালেন চিকিৎসকরা, জানুন উপসর্গ

এক সপ্তাহে একশো বার স্ট্রোক! বৃদ্ধকে বাঁচালেন চিকিৎসকরা, জানুন উপসর্গ

নয়াদিল্লি: এক সপ্তাহের মধ্যে একশো বার স্ট্রোকে আক্রান্ত হলেন ৬৫ বছরের এক বৃদ্ধ৷ শেষ পর্যন্ত বৃদ্ধের প্রাণ বাঁচাতে মস্তিষ্কে অস্ত্রোপচার করলেন দিল্লির চিকিৎসকরা৷ যার ফলে নতুন করে আর স্ট্রোকে আক্রান্ত হননি ওই বৃদ্ধ৷ ইন্ট্রাক্র্যানিয়াল স্টেনটিংয়ের মাধ্যমে বৃদ্ধের মস্তিষ্কের ভিতরে থাকা ধমণীর ব্লকেজ সরাতেও সক্ষম হন চিকিৎসকরা৷

জানা গিয়েছে, এক সপ্তাহের মধ্যে একশো বারের বেশি ট্রানসিয়েন্ট ইসেমিক অ্যাটাক (টিআইএ) অথবা মিনি স্ট্রোকে আক্রান্ত হন ওই বৃদ্ধ৷ এর পরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ গত প্রায় ৬ মাস ধরে ডান দিকের হাত এবং পায়ে দুর্বলতা, কথা বলা এবং বোঝার সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধ৷

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওই বৃদ্ধের নাম নিওয়াশ জোহার৷ তিিন উত্তর প্রদেশের হাপুরের বাসিন্দা৷ হাত-পায়ে দুর্বলতা, কথা বলার সমস্যা দেখা দেওয়ার পর একের পর এক চিকিৎসকের দ্বারস্থ হন তিনি৷ কিন্তু কোনও চিকিৎসকই প্রকৃত সমস্যাকে চিহ্নিত করতে পারেননি৷

স্ট্রোকের কী কী লক্ষণ-

  • মুখ, হাত, পা অথবা শরীরের একপাশ অবশ হয়ে যাওয়া৷
  • কথা জড়িয়ে যাওয়া অথবা অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া৷
  • একটি অথবা দুই চোখেই আচমকা অন্ধত্ব বা দৃষ্টিশক্তির সমস্যা৷
  • চলাফেরায় ভারসাম্যের সমস্যা৷

শেষ পর্যন্ত দিল্লির একটি নামী বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা ওই বৃদ্ধের সমস্যাকে ধরতে পারেন৷ ওই চিকিৎসকদের মতে, অতিরিক্ত ধুমপানের ফলে তাঁর শিরাগুলি শুকিয়ে গিয়েছিল৷ যার জেরে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল৷ যার জেরে শরীরে অক্সিজেন এবং রক্ত সরবরাহে ঘাটতি তৈরি হওয়ায় পরের পর স্ট্রোকে আক্রান্ত হচ্ছিলেন ওই ব্যক্তি৷

বিনিত বাঙ্গা নামে এক চিকিৎসকের কথায়, প্রথম দিকে প্রতি সপ্তাহে এক থেকে দু বার স্ট্রোকে আক্রান্ত হতেন ওই বৃদ্ধ৷ ধীরে ধীরে প্রতিদিনই একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হতে থাকেন তিনি৷

চিকিৎসকদের মতে, স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অথবা হন যাঁরা, তাঁদের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এক লক্ষণ এবং উপসর্গগুলি সম্পর্কে সচেতন হওয়া উচিত৷

(Feed Source: news18.com)