কলকাতা থেকে সরে যাচ্ছে ICMAI-র সদর দফতর? হবে ভোটাভুটি

কলকাতা থেকে সরে যাচ্ছে ICMAI-র সদর দফতর? হবে ভোটাভুটি

কলকাতা থেকে কি দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার (আইসিএমএআই) সদর দফতর সরে যাবে? দিল্লিতে সরে যাবে আইসিএমএআইয়ের সদর দফতর? তা নির্ধারণের জন্য গণভোটের প্রস্তাব পাশ হল দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার বৈঠকে। সেই ভোটাভুটির উপরই নির্ভর করবে যে কলকাতা থেকে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার সদর দফতর দিল্লিতে সরানো হবে কিনা।

শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার (আইসিএমএআই) তরফে বলা হয়েছে, ‘কলকাতা থেকে দিল্লিতে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার (আইসিএমএআই) সদর দফতর সরানোর বিষয় – কলকাতা থেকে দিল্লিতে আইসিএমএআইয়ের সদর দফতর সরিয়ে নিয়ে যাওয়া হবে কি হবে না, সেটা নির্ধারণ করতে একটি গণভোট আয়োজনের জন্য ২০২৩ সালের ২৭ অক্টোবর আমদাবাদের ৩৪৯ তম বৈঠকে একটি প্রস্তাবনা পাশ করা হয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় সেই প্রস্তাবের পক্ষে ইতিবাচক মতপ্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, ‘আমি সম্পূর্ণভাবে সেই প্রস্তাবের সমর্থন করি।’ অপর একজন বলেন, ‘কলকাতা থেকে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার সদর দফতর সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাবকে সমর্থন করি আমি। এটা অধিকাংশ সদস্যের দীর্ঘদিনের দাবি।’ একইসুরে অপর একজন বলেন, ‘কোনওরকম সন্দেহ ছাড়া সেটাই হওয়া উচিত। দীর্ঘদিন ধরে যে দাবি উঠছে, সেটা অবশেষে সূর্যের আলো দেখতে চলেছে।’

উল্লেখ্য, ১৯৪৪ সালে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। সেইসময় প্রতিষ্ঠানের নাম ছিল দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া। তারপর ১৯৫৯ সালের ২৮ মে বিশেষ আইনের মাধ্যমে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া তৈরি কা হয়। সেই আইন হল – ১৯৫৯ সালের কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্টস অ্যাক্টের আওতায় তৈরি করা হয় সেই প্রতিষ্ঠান।

আপাতত কলকাতায় (১২ সাদার স্ট্রিট, কলকাতা – ৭০০০১৬) দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টসের সদর দফতর অবস্থিত। দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার চারটি আঞ্চলিক কাউন্সিল আছে – কলকাতা, চেন্নাই, মুম্বই এবং দিল্লি।

(Feed Source: hindustantimes.com)