পেশোয়ার : ৩৪ বছর বয়সি ভারতীয় মহিলা, দুই সন্তানের মা তাঁর ঘরসংসার সব কিছু ফেলে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোওয়া প্রদেশের প্রত্যন্ত গ্রামে গিয়েছিলেন। উদ্দেশ্য, ফেসবুকসূত্রে হওয়া তাঁর বন্ধুকে বিয়ে করবেন। এ বার তিনি ভারতে ফিরবেন। জানিয়েছেন তাঁর পাকিস্তানি স্বামী। চলতি বছর অগাস্টে তাঁর ভিসা এক বছরের জন্য বাড়িয়েছে পাকিস্তান সরকার। প্রসঙ্গত ওই অঞ্জু নামের ওই ভারতীয় মহিলা ইসলামে ধর্মান্তরিত হয়েছেন। অঞ্জু থেকে নাম পাল্টে হয়েছেন ফতিমা। বিয়ে করেছেন পাকিস্তানি নাগরিক নসরুল্লাহকে।
সংবাদ সংস্থাকে নরসুল্লাহ জানিয়েছেন, ‘‘আমরা ইসলামাবাদের অভ্যন্তরীণ মন্ত্রক থেকে এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট-এর জন্য অপেক্ষা করছি। এর জন্য আমরা আবেদনও করেছি। এই প্রক্রিয়া দীর্ঘ এবং সময়সাপেক্ষ।
খাতায় কলমে সরকারি প্রক্রিয়া সম্পন্ন হলে ওয়াঘা সীমান্ত পেরিয়ে ভারতে আসতে পারবেন অঞ্জু। জানিয়েছেন তিনি সন্তানদের সঙ্গে দেখা করতেই আসছেন। ওদের সঙ্গে দেখা হয়ে গেলে ফিরে যাবেন পাকিস্তানে। গত মাসেই নসরুল্লাহ জানিয়েছিলেন সন্তানদের কথা মনে পড়ছে ফতিমা ওরফে অঞ্জুর। মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তবে ভারতে গিয়ে প্রথম পক্ষের সন্তানদের সঙ্গে দেখা হওয়ার পর অঞ্জু ফিরে যাবেন পাকিস্তানেই। কারণ এখন ওটাই তাঁর দেশ। দাবি অঞ্জুর দ্বিতীয় পক্ষের স্বামী নসরুল্লাহর।