Uncle and Niece Love: কাকা-ভাইঝির দুর্নিবার প্রেম, পরিবারের হস্তক্ষেপেও কমেনি আকর্ষণ, পরিণতি হল রক্তাক্ত
Uncle and Niece Love: একই পরিবারে কাকা-ভাইঝির প্রেম, তারপর বইল রক্তগঙ্গা কাকা ভাইঝির প্রেমঘটিত বিবাদকে ঘিরে রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর! কাকার হাতে খুন ভাই মালদহ: নিজেদের পরিবারের মধ্যেই কাকা ভাইঝির প্রেম আর সেই প্রেমের জেরে রক্তাক্ত মালদহের হরিশ্চন্দ্রপুর। পরিবারের মধ্যে প্রেম নিয়ে বিবাদের জেরে বাড়ির উঠোনের মধ্যেই ভাইপোকে কুপিয়ে খুন করল কাকা। Photo- Representative জানা গিয়েছে, মৃত ভাইপোর নাম মন্টু মণ্ডল (৪৩)। অভিযুক্ত ভরত মণ্ডলকে গ্রামবাসীরা হাতে-নাতে পাকড়াও করে বেধড়ক মারধর করে বলে জানা গিয়েছে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভরত…







