ওটিটি-তে জওয়ান! কর্মকর্তাকে হুমকি দিলেন শাহরুখ, জন্মদিনে এ কী ঘটালেন বাদশা!

ওটিটি-তে জওয়ান! কর্মকর্তাকে হুমকি দিলেন শাহরুখ, জন্মদিনে এ কী ঘটালেন বাদশা!

মুম্বই: আজ ২ নভেম্বর। সারা দেশের কাছে বিশেষ দিন। শাহরুখ খানের জন্মদিন। তবে নিছক জন্মদিন বললে কম বলা হয়। এ যেন উৎসব। সারা দেশে বাদশার জন্মদিন পালন করছেন কত কত মানুষ। আর ‘মন্নত’-এর বাইরে হাজার হাজার ভক্ত জমা হয়েছিলেন গত রাত থেকে। তাঁকে একটিবার সচক্ষে এক ঝলক দেখার জন্য। গতকাল মধ্যরাতেই প্রত্যাশা পূরণ করলেন বাদশা। রাত ১২টার পর বারান্দায় এসে দাঁড়িয়ে, দুই বাহু মেলে অশেষ ভালবাসা ঢেলে দিলেন ভিড়ের দিকে।

ভক্তদের অপার ভালবাসা পেয়ে উপহার দিলেন শাহরুখ খান। ওটিটি-তে রিলিজ হল ‘জওয়ান’। তার থেকেও বড় কথা, প্রেক্ষাগৃহে যতটা দেখা গিয়েছিল, তার থেকে বেশিক্ষণ ধরে পর্দায় শাহরুখকে দেখতে পাবেন তাঁর ভক্তরা।

(Feed Source: news18.com)