বিজেপি তো কোনওদিন জাতিগত জনগণনার বিরোধিতা করেনি, ভোটের মুখে অন্য সুরে অমিত শাহ

বিজেপি তো কোনওদিন জাতিগত জনগণনার বিরোধিতা করেনি, ভোটের মুখে অন্য সুরে অমিত শাহ

ঋতেশ মিশ্র

ভোটমুখী একাধিক রাজ্য়ে জাতিগত জনগণনা করার ব্যাপারে ইতিমধ্য়েই সওয়াল শুরু করেছে কংগ্রেস। এবার তার পালটা দিল ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, আমরা কখনও ওই ধারনার বিপরীতে কথা বলিনি। তবে একটা বিশেষ ভাবনার পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার।

অমিত শাহ ছত্তিশগড়ে একটি প্রেস কনফারেন্সে এনিয়ে তাঁর বক্তব্য পেশ করেন। তিনি জানিয়েছেন, আমরা ওবিসি ইস্যুতে ভোট করি না। জাতীয় দল হিসাবে এটা আমরা করিনি। আমরা সকলের সঙ্গে কথা বলেছি। যেটা আসল কথা সেটা আপনারাই বলবেন। তবে এই ইস্যুকে সামনে রেখে ভোটে লড়াটা ঠিক নয়। বিজেপি এনিয়ে কোনও বিরোধিতা করবে না।

এদিকে মাস খানেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ওরা জাতপাতের নাম করে দেশকে বিভাজন করার চেষ্টা করেছে। বিহারের জাতিগত জনগণনার পরে এটা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে জাতীয় কাস্ট সেনসাস গোটা দেশজুড়ে করার দাবি তুলেছে ইন্ডিয়া জোট। কার্যত বিহারের মতো জাতিগত জনগণনা করার দাবি তুলেছে ইন্ডিয়া জোট। তার মাঝেই জাতিগত জনগণনা নিয়ে এবার অন্য সুর বিজেপির গলায়।

ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানার মতো রাজ্যে ভোট হওয়ার কথা রয়েছে। সেখানেই বিহারের মতো জাতিগত জনগণনা করার দাবি তুলেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি তারা ক্ষমতায় এলে ওই রাজ্যগুলিতে জাতিগত জনগণনা করাবেন। এদিকে অন্ধ্রপ্রদেশ সরকারও এই ধরনের জনগণনা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি ছত্তিশগড় ভোট প্রচারে এসেছিলেন রাহুল গান্ধী। সেখানে তিনি জানিয়েছিলেন, ভারতে জাতিগত জনগণনা করা দরকার। এই উদ্যোগকে তিনি এক্স রে অফ ইন্ডিয়া বলে উল্লেখ করেন। এটার মাধ্যমে জনবৈচিত্র সম্পর্কে জানা যাবে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলও এই কাস্ট সেনসাসের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষমতায় ফিরলে ছত্তিশগড়ে হবে জাতিগত জনগণনা।

তবে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মুখ খুললেন এই জাতিগত জনগণনা নিয়ে। তিনি এনিয়ে সরাসরি কোনও বিরোধিতা করেননি। বরং তাঁর মতে এটা নিয়ে ভোটের লড়াইতে নামা ঠিক নয়।

(Feed Source: hindustantimes.com)