নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানীর নামে ছেলের নাম রেখেছেন এলন মাস্ক! কোন বিজ্ঞানী?

নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানীর নামে ছেলের নাম রেখেছেন এলন মাস্ক! কোন বিজ্ঞানী?

প্রখ‍্যাত ভারতীয় বিজ্ঞানীর নামে ছেলের নাম রেখেছেন এলন মাস্ক। X (পূর্বনাম ট‍্যুইটার) হ‍্যান্ডেলে এমনটাই জানালেন কেন্দ্রীয় তথ‍্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। নোবেলজয়ী পদার্থবিদ অধ্যাপক এস. চন্দ্রশেখরের নামে ছেলের নাম রেখেছেন এলন মাস্ক।

ব্রিটেনে অনুষ্ঠিত গ্লোবাল এআই(আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) সামিটে অংশগ্রহণ করেছিলেন ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেসএক্স এবং টেসলার সিইও এলন মাস্ক।

এই অনুষ্ঠানে মাস্কের সঙ্গে বার্তালাপ হয় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের। পরে এলন মাস্কের সঙ্গে একটি ছবি দিয়ে X হ‍্যান্ডেলে মাস্কের ছেলের কথা উল্লেখ করেন তিনি।

শিভন জিলের সঙ্গে নিজের ছেলের মিডল নেম বা নামের মাঝের অংশে চন্দ্রশেখর রেখেছেন বিশ্বের অন‍্যকম ধনী ব‍্যবসায়ী। শিভন জিল টেকনোলজি এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এক বিশেষজ্ঞ। তাঁদের ছেলের মাঝের নামই চন্দ্রশেখর।

প্রসঙ্গত, ১৯৮৩ সালে পদার্থবিদ‍্যায় নোবেল পুরস্কার পান প্রফেসর এস. চন্দ্রশেখর। এই মহান বিজ্ঞ‍ানীকে শ্রদ্ধা জানিয়েই নিজের ছেলের নাম তাঁর নামে রেখেছেন মাস্ক।

ভারতীয় বিজ্ঞানীর নামে ছেলের নাম রাখার কথা স্বীকার করেছেন এলনের সন্তানের মা শিভন জিলও। তিনি লিখেছেন,‘‘হা হা। হ‍্যাঁ এটা সত‍্যি। আমরা সংক্ষেপে ওকে শেখর বলে ডাকছি। নামটি আমাদের শিশুদের ঐতিহ্ এবং স্বনামধন‍্য বিজ্ঞানী সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরের সম্মানে বেছে নেওয়া হয়েছে।’

(Feed Source: news18.com)