Baba Vanga: হামাস-ইজরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ২০২৪ সাল সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা বোঙ্গা!

Baba Vanga: হামাস-ইজরায়েল সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ২০২৪ সাল সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা বোঙ্গা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনা থেকে বিশ্ব বেরিয়ে আসতেই শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। পাশপাশি অক্টোবরেই শুরু হয়ে গিয়েছে ইজরায়েল-গাজা সংঘাত। এরকম এক পরিস্থিতিতে অনেকে টেনে আনছেন বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যতদ্রষ্টা বাবা বোঙ্গার কথা। মাত্র ১২ বছর বয়সে দৃষ্টি চলে যায় বাবা বোঙ্গার। জানা যায় কোনও এক ঝড়ের সময়ে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু বলকানের এই ‘নাস্ত্রাদামুস’ কী ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০২৪ সম্পর্কে? সেটাই এখন অনেকে খোঁজ খবর করছেন।

বিশ্ববাণিজ্য কেন্দ্র হামলা, প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল পারমানবিক বিদ্যুত্ উত্পাদন চুল্লির দুর্ঘটনার মতো ঘটনার কথা বলেছিলেন বাবা বোঙ্গা। এমনটাই বলা হয়ে থাকে। ১৯৯৬ সালে মৃত্যু হয়েছে বোঙ্গার। তার পরেও বোঙ্গা নিয়ে আলোচনা চলছে। আগামী বছরের জন্য কী রয়েছে বোঙ্গার ভবিষ্যত্ববাণীর তালিকায়?

বাবা বোঙ্গা আসলে কী বলেছিলেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি। কারণ তা কখনও তাঁর মুখ থেকে সরাসরি জানা যায়নি। তবুও ডেইলি স্টার-এর খবর অনুয়ায়ী ২০২৪ সালের জন্য মোট ৭টি ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা বোঙ্গা। সেগুলি হল-

## রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনের চেষ্টা হবে। সেটা করবেন তাঁর দেশেরই মানুষ।

## ইউরোপে জঙ্গি হানার ঘটনা বাড়বে। দুনিয়ার একটি ‘বড়দেশ’ বায়োলজিক্যাল অস্ত্রের পরীক্ষা করবে। অথবা ওই অস্ত্র দিয়ে কোনও হামলাও হতে পারে।

## ২০২৪ সালে বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দেবে। বিভিন্ন দেশের ঋণের পরিমাণ বাড়বে। এরজন্য রাজনৈতিক টানাপোড়েন বাড়বে।

## আবহাওয়ার পরবির্তন হবে। প্রাকৃতিক দুর্যোগ বাড়বে।

## সাইবার হামলার সংখ্য়া বাড়াবে। হ্যাকাররা বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র, জল পরিশোধন প্ল্যান্টকে নিশানা করবে।

## আলঝাইমার্স বা ক্যান্সারের মতো রোগের নতুন চিকিত্সা আবিষ্কার হবে।

## কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো ক্ষেত্রে বড় ঘটনা ঘটবে।

(Feed Source: zeenews.com)