Glenn Maxwell | Cricket World Cup 2023: অজি নক্ষত্রের ধ্বংসলীলা, ভেঙে তছনছ সব রেকর্ড, রইল সম্পূর্ণ তালিকা

Glenn Maxwell | Cricket World Cup 2023: অজি নক্ষত্রের ধ্বংসলীলা, ভেঙে তছনছ সব রেকর্ড, রইল সম্পূর্ণ তালিকা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ম্যাড ম্য়াক্স’ ওরফে গ্লেন ম্য়াক্সওয়েলের (Glenn Maxwell) ঘোর কাটেনি বাইশ গজের। কাটার কথাও নয়। যে ঐতিহাসিক ও অতিমানবিক ইনিংস অজি নক্ষত্র খেলেছেন, তার রেশ দীর্ঘমেয়াদিই হওয়ার কথা। আফগানিস্তানের মুখের গ্রাস কেড়ে ম্য়াক্সওয়েল অস্ট্রেলিয়াকে তুলেছেন সেমিফাইনালে। ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্য়াক্সওয়েল সব হিসেব একা হাতে বদলে দিয়েছেন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই।

অজিদের জয়ের লক্ষ্য ছিল ২৯২ রান। রান তাড়া করতে নেমে একটা সময়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৭ উইকেটে  ৯১। বিশ্বকাপের বিরাট অঘটনের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে মাঠে ম্যাক্সওয়েলের ব্য়াটে আরব সাগরের তীরে যে সুনামি আছড়ে পড়তে চলেছে, তার আগাম কোনও সতর্কবার্তাই ছিল না। নবম উইকেটে ব্যাট করতে নেমেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁকে সঙ্গে নিয়ে ম্যাক্সওয়েল জিতিয়ে দিলেন অজিদের। ডাবল সেঞ্চুরি করলেন মাত্র ১২৮ বলে!

এবার দেখে নেওয়া যাক ম্য়াক্সওয়েল কী কী রেকর্ড ভাঙলেন ওয়াংখেড়েতে:

ম্য়াক্সওয়েল প্রথম কোনও আজি ব্য়াটার হিসেবে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বি-শতরানের স্বাদ পেলেন। ৫০ ওভারের ক্রিকেট দেখল ১১ তম ডাবল সেঞ্চুরি। এর আগে অজি ব্য়াটার হিসেবে সবচেয়ে বেশি রান ছিল শেন ওয়াটসনের। ২০১১ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওয়াটসন করেছিলেন অপরাজিত ১৮৫। এদিন ওয়াটসন মাঠে বসে, ধারাভাষ্য় দেওয়ার সময়ে চাক্ষুস করেছেন ম্য়াক্সওয়েলের বিধ্বংসী ইনিংস।

শুধু বিশ্বকাপই নয়, একদিনে আন্তর্জাতিক ক্রিকেটেও রান তাড়া করতে নেমে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ম্য়াক্সওয়েল ছাপিয়ে গিয়েছেন পাকিস্তানের ফখর জমনকে। পাক ব্য়াটার ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেছিলেন ১৯৩ রান।

একদিনে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে নন-ওপেনার হিসেবেও ম্য়াক্সওয়েল থাকবেন মগডালে। ২০০৯ সালে জিম্বাবোয়ের চার্লস কভেন্ট্রি ১৯৪ করেছিলেন বাংলাদেশের বিরুদ্ধে। কিউয়ি ক্রিকেটারকেই ছাপিয়ে গেলেন ম্য়াক্সওয়েল।

পঞ্চাশ ওভারের বিশ্বকাপ এই নিয়ে তৃতীয়বার ডাবল-সেঞ্চুরি দেখল। অতীতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (জিম্বাবোয়ের বিরুদ্ধে ২০১৫ বিশ্বকাপে ২১৫), ও নিউজিল্য়ান্ডের মার্টিন গাপটিল ( ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৫ বিশ্বকাপে ২৩৭) এই কীর্তি স্থাপন করেছিলেন।

ম্য়াক্সওয়েল ও প্য়াট কামিন্সের (১২*) ২০২ রানের পার্টনারশিপও ঐতিহাসিক হয়ে গেল। ব্য়াটিং অর্ডারে, সপ্তম উইকেটে বা তারও নীচে একদিনে আন্তর্জাতিক ক্রিকেটে এটাই সর্বাধিক রানের যুগলবন্দি। ২০১৫ সালে ইংল্যান্ডের জস বাটলার ও আদিল রশিদ সপ্তম উইকেটে ১৭৭ রান তুলেছিলেন স্কোরবোর্ডে। 

১২৮ বলে ম্য়াক্সওয়েল ২০০ করেছেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম শতরানের রেকর্ড। বাইশ গজের ইতিহাসে, ৫০ ওভারের ক্রিকেটের আন্তর্জাতিক আঙিনায় দ্রুততম ডাবল সেঞ্চুরি আছে কিন্তু এক ভারতীয়র নামেই। তিনি দেশের তরুণ তুর্কী ঈশান কিশানের। গতবছর বাংলাদেশের বিরুদ্ধে ১২৬ রান করেছিলেন তিনি।

১০টি ছয়ে ম্যাক্সওয়েল নিজের ইনিংস সাজিয়ে ছিলেন। বিশ্বকাপের আসরে ম্য়াক্সওয়েলের ৩৩টি ছয় চলে এল। বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানো ক্রিকেটারদের তালিকায় ম্য়াক্সওয়েল এখন চলে এলেন তিনে। একে রোহিত শর্মা (৪৫), দুয়ে গেইল (৪৯)

(Feed Source: zeenews.com)