১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলি উদযাপন! প্রদীপ জ্বালালেন সুনক

১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলি উদযাপন! প্রদীপ জ্বালালেন সুনক
কলকাতা: এর আগে ইংল্যান্ডে রামকথা অনুষ্ঠানে গিয়েছেন। G20 সম্মেলনের সময় ভারতে এসে দিল্লি অক্ষরধাম মন্দিরেও (Akshardham Temple) তাঁকে সস্ত্রীক যেতে দেখা গিয়েছে। এবার দীপাবলি উদযাপন করতে দেখা গেল ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে (Rishi Sunak)।

১০ ডাউনিং স্ট্রিট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন। সেখানেই দীপাবলির জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী (UK PM) ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। লন্ডনের (London) ১০ ডাউনিং স্ট্রিটে দীপাবলি উপলক্ষে একটি গেট টুগেদারও আয়োজন করেছিলেন তাঁরা। অশুভকে হারিয়ে শুভর জয়। আঁধারকে হারিয়ে আলোর জয় উদযাপন করতেই দীপাবলি উদযাপন হয় হিন্দু সংস্কৃতিতে। অনুষ্ঠানের শুরুতেই ঋষি সুনক এবং অক্ষতা মূর্তি (Akshata Murty) একসঙ্গে একটি প্রদীপ জ্বালান।

বিপুল সংখ্যক অতিথিরা এসেছিলেন এই অনুষ্ঠানে। সবার সঙ্গেই কথা বলতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তিকে। সেলফি তুলতেও দেখা যায় তাঁদের। এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল স্কুল পড়ুয়াদের একটি দলও। সস্ত্রীক তাদের গান শোনেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মাঝে একাধিক গ্রুপ ফটো তুলতে দেখা যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে।

ঋষি সুনক (UK PM Rishi Sunak) ভারতীয় বংশোদ্ভুত। পঞ্জাবের মাটির সঙ্গে জড়িয়ে তাঁর শিকড়। তিনি হিন্দু (Hindu) ধর্মাবলম্বী। ভারতে এসে দিল্লির অক্ষরধাম মন্দিরে চলে গিয়েছিলেন তিনি।

(Feed Source: abplive.com)