উচ্চশিক্ষা আকাঙ্খা অনেকের মনেই। তাই প্রতি বছর ভারতের বড় সংখ্যক পড়ুয়া বিদেশে পাড়ি দেন। ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশেই পড়ার সুযোগ পান ভারতীয়রা। এর মধ্যে বেশিরভাগ পড়ুয়াই আমেরিকা ও ইউরোপকে বেছে নেন পড়াশোনার জন্য। ফলে বিদেশে ভারতীয় পড়ুয়াদের সংখ্যাও বাড়ছে দিন দিন। এবার সেই সংখ্যা ছাপিয়ে গেল চিনকেও। চিনের যত পড়ুয়া মার্কিন মুলুকে পড়তে যান, তার থেকেও বেশি যান ভারতের। সম্প্রতি এক পরিসংখ্যানে উঠে এল সেই তথ্য।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইইই) সম্প্রতি একটি পরিসংখ্যান প্রকাশ করেছে। তাতে ২০০৯-১০ সালের পর এই প্রথম ভারত চিনকে ছাপিয়ে গেল। চিনের থেকে বেশি ভারতীয় পড়ুয়া বিদেশ পাড়ি দেন। পড়াশোনার জন্য । যা রীতিমতো রেকর্ড। ২০০৯-১০ সালের পর মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার নিরিখে রেকর্ড গড়েছে ভারতীয় পড়ুয়ারা। পরপর তিন বছর এই রেকর্ড ভারতের দখলে। সোমবার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এমন স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়াদের সংখ্যা ভারতে সবচেয়ে বেশি। ২০২২-২৩ সালে মার্কিন মুলুকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে ২৬৮,৯২৩ জন ভারতীয়।
ওপেন ডোর্সের রিপোর্ট বলছে, ভারত থেকে মার্কিন মুলুকগামী পড়ুয়াদের সংখ্যা ৩৫ শতাংশ বেড়েছে। ২০২২-২৩ সালে ২৬৮,৯২৩ জন ভারতীয় পড়ুয়ার বিদেশ পাড়ি ইতিহাসে রীতিমতো রেকর্ড। গোটা বিশ্বে প্রবাসী পড়ুয়াদের সংখ্যা দশ লাখের কিছু বেশি। ফলে অঙ্কের হিসেবে এর ২৫ শতাংশই ভারতীয়। যা আরেকটি বড় রেকর্ড বলা যায়।
ভারতে স্নাতকোত্তর স্তরের পড়ুয়ার সংখ্যাও বেড়েছে অনেকটাই। ২০২২-২৩ সালে পড়ুয়ার সংখ্যা ৬৩ শতাংশ বেড়ে ১,৬৫,৯৩৬ হয়েছে। আগের বছরের তুলনায় চলতি বর্ষের পড়ুয়ার সংখ্যা ৬৪ হাজার বেশি। অন্যদিকে গত বছরের নিরিখে স্নাতক স্তরের পড়ুয়ার সংখ্যা বেড়েছে ১৬ শতাংশ। এই মর্মে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসও একটি বিবৃতি জারি করে। তাতে উল্লেখ করা হয়েছে ওপেন ডোর্স রিপোর্টের পরিসংখ্যান। অন্যদিকে ওপিটি-এর (অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং) সুযোগ পাওয়া পড়ুয়ার নিরিখেও ভারতীয় শীর্ষস্থানে। এই ট্রেনিংয়ে পড়ুয়ারা নিজের বিষয় সম্পর্কিত কোনও কাজ করার সুযোগ পান। হাতে-কলমে শেখার নিরিখেও সংখ্যার ভিত্তিতে এগিয়ে ভারতীয় পড়ুয়ারাই।
(Feed Source: hindustantimes.com)