বাবাও ছিলেন আর্মি অফিসার! ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালি কাটালেন অক্ষয় কুমার

বাবাও ছিলেন আর্মি অফিসার! ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালি কাটালেন অক্ষয় কুমার

দিওয়ালি যেখানে গোটা দেশের মানুষ কাটান পরিবার-বন্ধুদের সঙ্গে, সেখানে কাছের মানুষদের থেকে অনেকটাই দূরে থাকে ভারতীয় সেনা। দেশের ও দেশবাসীর স্বার্থে পরিবারের থেকে দূরে কাটান তাঁরা। আর এই সাহসী বীর যোদ্ধাদের সঙ্গেই দিওয়ালি কাটালেন অক্ষয়। সশস্ত্র বাহিনীর সঙ্গে বরাবরই সখ্যতা রয়েছে খিলাড়ির।

ভারতীয় সেনার সঙ্গে দিওয়ালি উদযাপন করার পর অক্ষয় কুমারকে বলতে শোনা যায়, ‘আমি এখানে এসে খুব উত্তেজিত। আমার বাবা সেনাবাহিনীতে সৈনিক ছিলেন, তাই ছোটবেলা থেকেই আমার হৃদয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। ইউনিফর্ম আমাকে গর্বিত করে এবং এখানে আসতে পেরে আমি সম্মানিত।’

আর্মির বিভিন্ন কার্যকলাপও প্রত্যক্ষ করেন এদিন অক্ষয়। যার মধ্যে রয়েছে ওয়াটার প্লুম টেকনিক, বিভিন্ন আইইডি কৌশল এবং ব্রিজ নির্মাণ, হেলিপ্যাড নির্মাণ এবং ধ্বংসের মতো ইঞ্জিনিয়ারিং-এর বিভিনেন কার্যক্রম যা  সেনাবাহিনীর দ্বারা করা হয়ে থাকে। শুধু তাই নয়, দেশের স্বার্থে ভারতীয় সেনার নেওয়া নানা চ্যালেঞ্জ নিয়েও তিনি কথা বলেন এদিন।

জয় জওয়ান শো-র দিওয়ালি স্পেশাল এপিসোডে অক্ষয় কুমারকে দেখে গর্বিত ও উচ্ছ্বসিত তাঁর ভক্তরাও। এর আগেও জয় জওয়ান-এ তাঁকে অংশ নিতে দেখা গিয়েছে অভিনেতাকে।

বলিউডের কেরিয়ারে গত কয়েকবছর ধরে কেরিয়ার বেশ টালমাটাল যাচ্ছে অক্ষয় কুমারের। পরপর কয়েকটি সিনেমা ফ্লপের পর বেশ ভালো সফলতা পায় ওএমজি ২। এমনকী গদর ২-এর মতো হিট সিনেমাকেও বেশ ভালো টক্কর দেয়।

তবে তারপরে হলে আসা মিশন রানিগঞ্জ ফের একবার দেখে ব্যর্থতার মুখ। আগামীতে আরও কিছু সফল সিরিজের সিক্যুয়েলে দেখা যাওয়ার কথা আছে অক্ষয় কুমারকে। যার মধ্যে রয়েছে হাউজফুল ৫, ওয়েলকাম ৩, হেরাফেরি ৩, জলি এলএলবি ৩। এখন দেখার সেগুলি সাফল্য এনে দিতে সক্ষম হয় কি না! এছাড়াও হাতে রয়েছে খেল খেল মে, বড়ে মিঞ্চা ছোটে মিঞা, স্কাই ফোর্স-এর মতো সিনেমাও।

কদিন আগেই ফের একবার ভারতের নাগরিত্ব পান অক্ষয় কুমার। স্বাধীনতা দিবসের বিশেষ দিনে পেয়েছিলেন ইন্ডিয়ার পাসপোর্ট। মাঝে বেশ কয়েকবছর অক্ষয়ের কাছে ছিল কানাডার নাগরিকত্ব। যা তিনি নিয়েছিলেন কেরিয়ারের প্রায় শুরুতেই, পরপর ১৪-১৫টা ছবি ফ্লপ করার পর। ভেবেছিলেন, অন্য দেশে গিয়ে নতুন করে কেরিয়ার গহড়বেন। সেই সময়ই নিয়েছিলেন কানাডার নাগরিকত্ব। যদিও এরপর বলিউডে দেন হিট। কানাডা থাকার পরিকল্পনাও বাতিল করে দেন। তবে সেই ডকুমেন্টসই থেকে গিয়েছিল সামনে। কটাক্ষের পরে হুঁশ ফেরে। তারপর ফের বদলে নেন নিজের পরিচয়।

(Feed Source: hindustantimes.com)