বিস্ফোরণে কেঁপে উঠল ভাগলপুর–জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেস, নেপথ্যে কি নাশকতা?‌

বিস্ফোরণে কেঁপে উঠল ভাগলপুর–জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেস, নেপথ্যে কি নাশকতা?‌

ভাইফোঁটার দিনই বিস্ফোরণে কেঁপে উঠল ভাগলপুর–জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেস। ট্রেনে এমন বিস্ফোরণে তুমুল আলোড়ন তৈরি হয়েছে। এই বিস্ফোরণের জেরে তিনজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বাকি ট্রেনের যাত্রীরা আতঙ্কে চিৎকার–দৌড়াদৌড়ি করতে শুরু করেন। বিহারের সমস্তিপুর রেল স্টেশনের কাছে এমন বিস্ফোরণ ঘটায় নেপথ্যে নাশকতার ছক দেখছেন তদন্তকারীরা। এই বিস্ফোরণের ঘটনায় দু’‌জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই দু’‌জন অভিযুক্ত ট্রেনেরই যাত্রী ছিলেন। যাত্রী সেজে এমন কাজ করেছে বলে পুলিশের অনুমান। নাশকতার ছক নেপথ্যে ছিল কি না সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে ট্রেনে বিস্ফোরণের আওয়াজে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। আতঙ্কে ট্রেন থেকে অনেকে নেমে ছুটতে থাকেন। কারও কারও শরীর অস্থির করতে থাকে এবং বেশ কয়েকজন আচমকা এই শব্দে অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর। বিস্ফোরণের আওয়াজ শুনে রেলওয়ে প্রটেকশন ফোর্স (আরপিএফ) ছুটে আসে। বিস্ফোরণের আওয়াজ এত তীব্র ছিল যে, অনেকে মনে করেছেন ট্রেন উড়ে গেল। এই বিস্ফোরণের তদন্ত শুরু করেছে আরপিএফ। তাদের রিপোর্ট অনুযায়ী, কামরার একটি বার্থে রাখা ব্যাগে বিস্ফোরক পদার্থ ছিল। ওই ব্যাগের নীচে বসা মহিলা যাত্রী মারাত্মক জখম হয়েছেন। তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে উৎসবের মরশুমে হামলা হবে সেরকম একটা বার্তা পেয়েছিল গোয়েন্দা দফতর বলে খবর। সেই তথ্য সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়েছিল। সতর্কবার্তা জারি করা হয়েছিল। তারপরও এমন বিস্ফোরণ সকলকে ভাবিয়ে তুলেছে। তাহলে কি নেপথ্যে রয়েছে নাশকতা?‌ ঠিক কী ধরণের বিস্ফোরক ছিল?‌ মেটাল ডিটেক্টর এড়িয়ে বিস্ফোরক নিয়ে ট্রেনে যাত্রী উঠল কেমন করে?‌ সরষের মধ্যেই ভূত নেই তো?‌ এমন সব প্রশ্নের উত্তর খুঁজছেন রেল পুলিশের অফিসাররা। আর ধৃত দু’‌জনকে দফায় দফায় জেরা করা হচ্ছে বলে খবর।

এছাড়া দীপাবলি ও ছটপুজোর জন্য বিহার থেকে একাধিক স্পেশ্যাল ট্রেন যাত্রীদের সুবিধার জন্য ছাড়া হয়। আয়োজন করা হয়েছে। কারণ এই উৎসবের মরশুমে ট্রেনে যাত্রী সংখ্যা বেড়ে যায়। তাই নিরাপদ সফর দিতেই এমন ব্যবস্থা করে রেল। সেখানে এমন বিস্ফোরণ সবাইকে অবাক করেছে। এই ঘটনার প্রেক্ষিতে সমস্তিপুর রেলওয়ে ডিভিশনের ডিএসপি নবীন কুমার জানান, এই ইন্টারসিটি এক্সপ্রেসের একটি জেনারেল কামরায় এই বিস্ফোরণ ঘটে। তার জেরে তিনজন মারাত্মক জখম হয়েছেন। দু’‌জনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে এই বিস্ফোরণ ঘটে। সমস্তিপুর স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে যখন ট্রেন ঢোকে তখনই এই বিস্ফোরণ ঘটে।

(Feed Source: hindustantimes.com)