কোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা, বেপরোয়া গতি-দুর্ব্যবহারের অভিযোগ, নৌশাদে বিরুদ্ধে মামলা

কোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা, বেপরোয়া গতি-দুর্ব্যবহারের অভিযোগ, নৌশাদে বিরুদ্ধে মামলা
সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির (Nawsad Siddique) বিরুদ্ধে থানায় অভিযোগ। অভিযোগ দায়ের করলেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার। তাঁর দাবি, জয়নগর যাওয়ার পথে, ইএম বাইপাসে, হাইকোর্টে অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারে নৌশাদের গাড়ি। প্রতিবাদ করলে নৌশাদ তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলেও অভিযোগ করেন হাইকোর্টের রেজিস্ট্রার। নৌশাদ যদিও অভিযোগ অস্বীকার করেছেন। (Kolkata News) সিসিটিভি ফুটেজ দেখার দাবি তুলেছেন।

ইএম বাইপাসে ‘অভিষিক্তা’ ক্রসিংয়ের কাছে হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারে নৌশাদের গাড়ি

মঙ্গলবার দুপুরে জয়নগর যাওয়ার পথে, । যে গাড়িতে ধাক্কা মারে নৌশাদের গাড়ি, তাতে বসেছিলেন কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রার চন্দ্রাণী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। তিনিই থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, প্রতিবাদ জানাতে গেলে নৌশাদ, তাঁর গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষী দুর্ব্যবহার করেন।

নৌশাদ, তাঁর গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষী, এই তিন জনের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেছেন চন্দ্রাণী। নৌশাদ, তাঁর গাড়ির চালক এবং নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে বেপরোয়া ভাবে গাড়ি চালানো এবং হেনস্থার অভিযোগে মামলা দায়ের হয়েছে সেখানে। ঠিক কী ঘটেছিল, তা জানতে সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে গড়ফা থানার পুলিশ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন নৌশাদ। তাঁর দাবি, রেজিস্ট্রারের গাড়িই তাঁর গাড়িতে চেপে দিচ্ছিল ক্রমশ। নিরপেক্ষ তদন্ত হলেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি। নৌশাদের বক্তব্য, “ওই গাড়িটি আমাদের গাড়িকে চাপছিল। বড় দুর্ঘটনা ঘটতে পারত। মরে যেতাম আমি। সিসিটিভি ফুটেজ দেখলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে।”

সিসিটিভি দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে বলে দাবি নৌশাদের, তিনি মারা যেতে পারতেন বলেও দাবি

জানা গিয়েছে, গতকাল ‘অভিষিক্তা’ ক্রসিংয়ে ধাক্কা লাগার পর গাড়ি থেকে নেমে আসেন রেজিস্ট্রার। নৌশাদের গাড়ির চালকও নেমে আসেন গাড়ি থেকে। তুমুল বচসা শুরু হয় তাঁদের মধ্যে। কোনও রকমে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এর পরই সটান গড়ফা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন হাইকোর্টের রেজিস্ট্রার। এই ঘটনায় নৌশাদ এবং বাকি দু’জনকে থানায় ডাকা হতে পারে। তবে নৌশাদে দাবি, সিসিটিভি দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।

(Feed Source: abplive.com)