‘এমন দাম শোনাল…’, চাকরি পেয়ে মেয়ে সানা কী উপহার দিলেন সৌরভকে?

‘এমন দাম শোনাল…’, চাকরি পেয়ে মেয়ে সানা কী উপহার দিলেন সৌরভকে?

সৌরভ গঙ্গোপাধ্যায়ের একমাত্র মেয়ে সানা গঙ্গোপাধ্যায় বরাবরই পেয়ে এসেছে বাংলার মানুষদের ভালোবাসা। মহারাজের সন্তানকে নিজের করে নিয়েছে গোটা বাংলা। তাই তো দাদাগিরির মঞ্চে খেলতে আসা সাধারণ মানুষ থেকে তারকা, সকলেরই বেশ উৎসাহ থাকে সানাকে নিয়ে। দাদার কাছে মজার প্রশ্নও করে থাকেন তাঁরা।

সম্প্রতি দাদাগিরিতে খেলতে এসেছিলেন টিম কার কাছে কই মনের কথা। আর সেখানেই পুতুল ওরফে শ্রীতমা ভট্টাচার্য সৌরভের কাছে জানতে চাইলেন, মেয়ে সানা চাকরি পেয়ে প্রথম তাঁকে কী উপহার দিয়েছিলেন? সদ্য গ্র্যাজুয়েট হয়েছে সানা। তিনি ছিলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ছাত্রী। ২০১৯ সাল থেকে লন্ডনেই রয়েছেন সৌরভ-কন্যা। গ্র্যাজুয়েশন উপলক্ষে সেপ্টেম্বর মাসে লন্ডন গিয়েছিলেন সৌরভ ও ডোনা দুজনেই।

মেয়ের কনভোকেশনের ছবি শেয়ার করে সৌরভ লিখেছিলেন, ‘গ্র্যাজুয়েশন ডে… জীবনের প্রথম পদক্ষেপ যা ও সারা জীবন মনে রাখবে।’ দিনকয়েক আগে মেয়ে কোথায় চাকরি করছে জানতে চাইলে সৌরভ জবাব দিয়েছিলেন, ‘ও একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করছে এখন। সানাকে চাকরি করতে দেখে আমার একটু অবাকই লাগে। যদিও এরপর ও মাস্টার্স করবে।’

সানা বর্তমানে কনসাল্টিং ফার্ম ডেলোয়েটে চাকরি করছেন। বর্তমানে এই সংস্থা ইন্টার্নদের ভারতীয় মুদ্রায় মাসে প্রায় ১ লক্ষ ৯৪ হাজার টাকা বেতন দিয়ে থাকে। তা কী ছিল সৌরভকে দেওয়া সানার প্রথম উপহার?

শ্রীতমার প্রশ্নের জবাবে সৌরভ বললেন, ‘এই মাসেই আসলে ও প্রথম মাইনে পেল। আমাকে ফোনে বলছে বাবা তোমাকে এটা পাঠাব। আমি বললাম সে তো ঠিক আছে, দাম কত? জবাবে এমন একটা দাম বলল, আমি বললাম আমার লাগবে না। শেষে বললাম, এই প্রথম রোজগার তুমি তোমার ভবিষ্যতের জন্য জমিয়ে রাখো।’

সৌরভ আরও বলেন, ‘ভেবেছে হয়তো বাবাকে উপহার দিতে গেলে অনেক দামি দামি গিফট দিতে হয়, নয়তো বাবা খুশি হয় না। আমি ওকে বললাম, আমাকে সামান্য উপহার দেবে তাতেই আমি খুশি।’

সৌরভ ব্যস্ত রয়েছেন এখন দাদাগিরির শ্যুটে। তাই নভেম্বরে সানার জন্মদিনে যেতে পারেননি লন্ডনে মেয়ের কাছে। ডটার্স ডে-র দিন সামাজিক মাধ্যমে সানার সঙ্গে ছবি শেয়ার করে ‘গর্বিত বাবা’ সৌরভ লিখেছিলেন, ‘দুনিয়ার সব থেকে সুন্দর জিনিস.. হ্যাপি ডটার্স ডে। তুমি ভাবতেও পারবে না তোমায় কতটা ভালোবাসি।’

(Feed Source: hindustantimes.com)