কাঞ্চনের সঙ্গে পর্দার সফর থামল শ্রীময়ীর, শেষদিনে আবেগমাখা চিঠি অভিনেত্রীর

কাঞ্চনের সঙ্গে পর্দার সফর থামল শ্রীময়ীর, শেষদিনে আবেগমাখা চিঠি অভিনেত্রীর
কলকাতা: ১০ মাসের সফরের সমাপ্তি.. শেষ হল ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। এবার স্টার জলসায় এই ধারাবাহিকের জায়গাতেই সম্প্রচারিত হবে নতুন ধারাবাহিক। আর শেষের দিনে, সোশ্যাল মিডিয়ায় লম্বা, আবেগঘন পোস্ট করে ফেলে আসা সফর ফিরে দেখলেন শ্রীময়ী। এই ধারাবাহিকে সুধাময়ীর চরিত্রে দেখা যেত তাঁকে।

সোশ্যাল মিডিয়া আজ সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। সেখানে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। এই ধারাবাহিকে তাঁর সঙ্গে অভিনয় করতেন কাঞ্চন মল্লিক। দুজনের একসঙ্গে অভিনয় করার সফরও আপাতত থামছে। শ্রীময়ী লিখছেন, ধারাবাহিক ছোট-বড় মিলিয়ে সবাই খুব মজা করে কাজ করতেন তাঁরা। পর্দায় স্পষ্ট হত সেই বন্ধুত্বের গল্পও। ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতেন শ্রীময়ী। সেই স্মৃতি উস্কে অভিনেত্রী লেখেন, ‘আমি এই প্রথম পিরিয়ডিক্যাল ড্রামাতে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। সেই অনুভূতিটা আমার কাছে ভীষণ বিশেষ। হয়তো আপনাদের চোখে সুধাময়ী খুব শয়তান, খুব দুষ্টু ,খুব বদমাইশ… কিন্তু সুধাময়ীকে বানানোর সফরটা আমার কাছে শুধু আবেগ নয়, একটা নিজের হাতে করে গড়ে তোলা একটা চরিত্র। অনেক জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে আমাকে শুনতে হয়েছে “ওই তো কুচুটে পিসি এসে গিয়েছে”, “আর কত শয়তানি করবে ফুলপিসি”…… হয়তো ভবিষ্যতে আবারও কাজ করব, কিন্তু সুধাময়ী ডাকটা হয়তো আর শুনতে পাব না। আর তাড়াতাড়ি করে সুধাময়ীর জন্য তৈরি হতে হবে না। সুধাময়ীর লেখা চিত্রনাট্য হাতে পাব না।’

শেষে অভিনেত্রী লিখেছেন, ‘আমায় এই চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে ভীষণভাবে মনে পড়বে। একটা পরিবারের মতো হয়ে গিয়েছিলাম।’ আজ সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের শ্যুটিং ফ্লোরের পুরনো ছবি শেয়ার করে আবেগপ্রবণ হয়েছেন অন্যান্য অভিনেতা অভিনেত্রীরাও।

(Feed Source: abplive.com)