কেন পালিত হয় বিশ্ব শিশু দিবস? এবছরের থিম কী জানুন

কেন পালিত হয় বিশ্ব শিশু দিবস? এবছরের থিম কী জানুন

দেশের শিশু দিবস তো পালন করা হয় ১৪ নভেম্বর। কিন্তু বিশ্ব শিশু দিবসের তারিখটা জানা আছে কি? হ্যাঁ, সারা বিশ্বে শিশুদের অধিকার সুরক্ষিত করতে পালন করা হয় এই দিনটি। প্রতি বছর ২০ নভেম্বর এই দিনটি গোটা পৃথিবীতে উদযাপন করা হয়। শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই অভিভাবকদের যত্ন থেকে শিক্ষা ও স্বাস্থ্য তাদের অন্যতম অধিকার। কিন্তু নানা কারণে বিশ্বের সব শিশু সেই সুযোগ সুবিধা পায় না। অতি অল্প বয়সেই অনেকে স্কুলছুট হয়। কোভিডের পর যা অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়াও, প্রাথমিক স্বাস্থ্যের সুবিধা থেকেও অনেকে বঞ্চিত। তাই তাদের প্রাথমিক অধিকারের কথা মনে করিয়ে দেয় বিশ্ব শিশু দিবস।

ভারতে ৫.৬ কোটি বাচ্চা ২০২৩ সালেও অপুষ্টিতে ভুগছে। অন্যদিকে সারা বিশ্বে ৭৩.৫ কোটি শিশু ভুগছে যথাযথ পুষ্টির অভাবে। শুধু যে রোজ দুবেলা খাবার জুটছে না, তা নয়। অপুষ্টি আদতে ডেকে আনছে নানারকমের রোগ। যে রোগের কারণে বাড়ছে শিশুমৃত্যুর হার। এই বাস্তব ছবির কথাই তুলে ধরে বিশ্ব শিশু দিবস।

দিনটির ইতিহাস: ১৯২৫ সালে ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেনশনে প্রথম দিনটির প্রস্তাব দিয়েছিল। ১৯৫৪ সালে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় শিশুদের অধিকারের জন্য একটি প্রস্তাব গৃহীত হয়। ১৯৫৯ সালে শিশুদের অধিকার বিবৃত ও স্বীকৃত হয়। অন্যদিকে, ১৯৮৯ সালে শিশুদের অধিকার নিয়ে একটি কনভেনশন আয়োজিত হয়। এই দুটি ঘটনাই ইতিহাসে নজির হয়ে রয়েছে। সেই ঘটনা দুটিকেই স্মরণ করেই পালন করা হয় বিশ্ব শিশু দিবস।

বিশ্ব শিশু দিবসের ভাবনা বা থিম: প্রতি বছরের মতোই একটি বিশেষ ভাবনাকে কেন্দ্র করে পালন করা হবে বিশ্ব শিশু দিবস। চলতি বছরে দিনটির পিছনে রয়েছে ‘ফর এভরি চাইল্ড, এভরি রাইট’। অর্থাৎ, প্রত্যেক শিশুর জন্য প্রত্যেকটি অধিকার। জাতি ধর্ম নির্বিশেষে শিশুদের অধিকার নিশ্চিত করতেই এই প্রস্তাব গৃহীত হয়েছে ২০২৩ সালে।

(Feed Source: hindustantimes.com)