‘বিহারি-র থেকে…’, শ্বশুরবাড়িতে মাথায় ঘোমটা দেওয়ার নিয়ম স্বৈরিতীর! হল ট্রোল

‘বিহারি-র থেকে…’, শ্বশুরবাড়িতে মাথায় ঘোমটা দেওয়ার নিয়ম স্বৈরিতীর! হল ট্রোল

বাংলা ধারাবাহিকের নায়িকা হিসেবে বরাবরই জনপ্রিয় অভিনেত্রী সৈরিতী বন্দ্যোপাধ্যায়। অভিনয়ে পা রেখেছিলেন নাগলীলা ধারাবাহিক দিয়ে। যদিও জনপ্রিয়তা এনে দেয় ‘ঠিক যেন লাভ স্টোরি’। সম্প্রতি বর রোহিত ঝা-কে নিয়ে এসেছিলেন তিনি দিদি নম্বর ১-এ। আর সেখানেই তাঁর শ্বশুরবাড়ি নিয়ে বলা কিছু কথা জন্ম দিল ট্রোলের।

হলুদ রঙের সালোয়ার স্যুটে দেখা গেল সৈরিতীকে। পাশে মেরুন পঞ্জাবিতে বর। সেখানে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে, বয়স্ক যারা, মানে বরের থেকে বড়, তাঁদের সামনে ঘোমটা দিয়ে থাকতে হয়। সেটা এখনও থাকতে হয়।’

যাতে অবাক হয়ে রচনা প্রশ্ন করেন, ‘তাই! তুই করিস?’ এতে স্বৈরিতির জবাব, ‘আমি শ্বশুরের সামনে এখনও ঘোমটা দিয়ে থাকি। উনি বাড়িতে এলেই আমি ঘোমটা দিয়ে থাকি।’

পাশ থেকে সৈরিতীর বর জানালেন, সবসময় শাড়ি পরে থাকতে হয় না। যে কোনও একটা কাপড়, ওড়নার মতো, মাথায় দিয়ে থাকলেই চলবে। অভিনেত্রী এরপর জানান, ‘এই কালচারটা এখনও ওদের আছে। আমার এক দিক দিয়ে ভালোলাগে। কারণ পরের জেনারেশনে না এটা খুব কাজে দেয়। বলে না দাদু দিদার কাছ থেকে বাচ্চা অনেক কিছু শেখে। সংস্কৃতিটা ওখান থেকে শেখা যায়। এটা আমি আমার মেয়ের মধ্যে এখন দেখতে পারি। বাড়ি থেক বেরনোর সময় বড়দের প্রণাম করে বেরোই আমরা। আমার মেয়েও কিন্তু ছুটে গিয়ে আগে প্রণাম করে।’

সৈরিতী আরও বলেন, ‘আমার ভালো লাগে কারণ আমি সময় দিতে না পারলেও, দাদু-দিদা-ঠাকুমার কাছ থেকে ও অনেক কিছু শিখছে।’

তবে অভিনেত্রীর মাথায় ঘোমটা দিতে সমস্যা না থাকলেও, ট্রোল করার সুযোগ ছাড়ল না নেটপাড়ার এক অংশ। একজন কমেন্টে লিখলেন, ‘এখন নাকি বিহারিদের থেকে বাঙালিকে সংস্কৃতি শিখতে হবে। কী দিনকাল পড়ল!’

কেরিয়ারের পিকে থাকাকালীনই ২০১৪ সালে রোহিতকে বিয়ে করেন সৈরিতী। তারপর ‘নিশির ডাক’ ধারাবাহিকে অভিনয় করার সময়ই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। মাঝপথেই ছেড়ে দেন কাজ। ২০২০ সালের জুন মাসে সৈরিতী ও রোহিতের কন্যাসন্তান দিবিজা-র জন্ম হয়।

কাজে ফেরেন লীনা গঙ্গোপাধ্যায়ের দেশের মাটি সিরিয়াল দিয়ে। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে। ‘ঠিক যেন লাভস্টোরি’ ইশা আর আদি-র জুটি এসেছিল ফের একসঙ্গে। নীল অর্থাৎ বিক্রমের প্রাক্তন প্রেমিকা অমৃতার চরিত্রে দেখা গিয়েছিল সৈরিতিকে।

(Feed Source: hindustantimes.com)