‘ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির উন্নয়ন হয় না’, মমতার নিশানায় ডিজিটাল ইন্ডিয়া!

‘ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির উন্নয়ন হয় না’, মমতার নিশানায় ডিজিটাল ইন্ডিয়া!
কলকাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit, 2023) মঞ্চ থেকে ক্যাশলেস লেনদেন (cashless transaction) বা নগদহীন লেনদেনকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। চলতি বছরের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্যাশলেস প্রক্রিয়ায় অর্থনীতির কোনও উন্নয়ন হয় না।’ যা প্রকৃতপক্ষে মোদি-সরকারের ডিজিটাল-ইন্ডিয়াকে আক্রমণ। মুখ্য়মন্ত্রীর মতে অর্থনীতির সামগ্রিক উন্নয়নে গ্রামের বিশেষ ভূমিকা রয়েছে। নগদহীন লেনদেন দরিদ্র,আর্থিক ভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের পক্ষে সুবিধাজনক নয় বলে অনেকের দাবি। মুখ্যমন্ত্রী কার্যত সেই দাবিকেই মান্যতা দিয়ে এদিন নগদহীন লেনদেনকে নিশানা করেন।

বরাবারই কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের (MSME) উপর জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন তিনি। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের দ্বিতীয় দিনেও একই কথা বলেন তিনি। মমতা বলেন, ‘আজ ক্ষুদ্র ও কুটির শিল্পের দিন। রাজ্যে ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী আছে। চর্ম শিল্প ১০ লক্ষ কর্মসংস্থান তৈরি করেছে।’ ভারতে বেকারত্বের প্রসঙ্গ তুলে তাঁর দাবি, ‘ভারতে কমেছে কর্মসংস্থান, বাংলায় বেড়েছে কর্মসংস্থান’।

(Feed Source: abplive.com)