China: করোনার পর এবার রহস্যজনক নিউমোনিয়ার প্রকোপ! বিশ্বজুড়ে আতঙ্ক…

China: করোনার পর এবার রহস্যজনক নিউমোনিয়ার প্রকোপ! বিশ্বজুড়ে আতঙ্ক…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের প্যান্ডেমিকের আতঙ্ক? করোনার পরে আবার নতুন কোনও অতিমারিতে বন্ধ হয়ে যাবে না তো বিশ্ব? প্রায় সেরকমই অবস্থাই তৈরি হয়েছে। রিপোর্ট বলছে, উত্তর চিনে সম্প্রতি স্কুলপড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়েছে এক রহস্যজনক রোগ। এই রোগের উপসর্গ কতকটা ইনফ্লুয়েঞ্জার মতো। আক্রান্ত শিশুদের নিশ্বাস নিতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। রোগটিকে ‘অজানা নিউমোনিয়া’ বলে উল্লেখ করা হয়েছে। এই ‘অজানা নিউমোনিয়া’ নিয়ে চিনের থেকে রিপোর্ট চেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জানা গিয়েছে, এই রোগের প্রকোপ ছড়িয়ে পড়তেই স্থানীয় স্কুলগুলি বন্ধ রাখা হয়েছে। ১২ নভেম্বর এক সাংবাদিক বৈঠক করে চিনের ন্যাশনাল হেলথ কমিশন সম্ভবত প্রথমবারের মতো বাড়তে থাকা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছিল। হাসপাতালগুলিতে অজানা নিউমোনিয়া রোগে আক্রান্ত শিশুদের ভিড় উপচে পড়ছে বলে দাবি।

কী দেখে বোঝা যাচ্ছে, এই রোগে কেউ আক্রান্ত হয়েছেন?

জানা গিয়েছে, অজানা রোগে আক্রান্তদের জ্বর হচ্ছে, ফুসফুসে সংক্রমণ দেখা দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তবে মূলত শিশুদেরই এই রোগ হচ্ছে। প্রাপ্তবয়স্কদের মধ্যে সেভাবে ছড়াচ্ছে না রোগটি। তবে এ রোগে এখনও পর্যন্ত কোনও রোগীমৃত্যুর কোনও খবর আসেনি বলেই জানা গিয়েছে।

এখন দেখার, ‘হু’-র কাছে জিজ্ঞাসিত হয়ে শেষ পর্যন্ত কী উত্তর দেয় চিন। কী নতুন ব্যবস্থা তারা গ্রহণ করে। সত্যিই পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখলে, তারা কীভাবে তা নিয়ন্ত্রণ করে! আপাতত অপেক্ষাই।

(Feed Source: zeenews.com)