‘ভগবান গান গাইলে সেই আওয়াজ অরিজিতের মতো শোনাবে’, গায়ককে ভিডিয়ো কলে বললেন অমিতাভ!

‘ভগবান গান গাইলে সেই আওয়াজ অরিজিতের মতো শোনাবে’, গায়ককে ভিডিয়ো কলে বললেন অমিতাভ!

আট থেকে আশি সবার পছন্দের গায়কের তালিকায় এখন এক নম্বরে অরিজিৎ সিং। সম্প্রতি কেবিসি-র মঞ্চে হাজির হয়েছিল অরিজিতের এক বিরাট-ভক্ত! সেই খুদের স্বপ্নপূরণ করতেই কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চ থেকে অরিজিৎ-কে ভিডিয়ো কল করলেন বিগ বি!

ছত্তিশগঢ়ের ভিলাইয়ে থাকে বিরাট আইয়ার। সাড়ে আট বছরের এই বিস্ময় বালকের মেগায় মুগ্ধ গোটা দেশ। পিছিয়ে থাকলেন না অমিতাভও। একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে ১ কোটির প্রশ্নের মুখোমুখি হয়েছিল বিরাট। পঞ্চাশ লাখের প্রশ্নের সঠিক উত্তর দিতে সফল হয়েছিল তৃতীয় শ্রেণির এই ছাত্র। যদিও এক কোটির প্রশ্নের ভুল উত্তর দিয়ে বসে সে।

কিন্তু বিরাটের ‘বিরাট’ উপলব্ধিকে সেলিব্রেট করতেই তাঁর ইচ্ছেপূরণের কাণ্ডারী হন অমিতাভ। অরিজিৎ-এর ‘জবরদস্ত’ ফ্যান বিরাট। ‘গেরুয়া’ গায়কের সঙ্গে সাক্ষাৎ তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। তার সেই আশাপূরণ করতেই অরিজিৎ-কে ভিডিয়ো কল করেন অমিতাভ। পর্দার ওপারে অরিজিৎ-কে দেখে কার্যত বাকরুদ্ধ বিরাট। অরিজিৎ প্রশ্ন করেন, ‘সব কেমন চলছে?’ সে পালটা জানায়, ‘স্যার, সব ঠিক চলছে’। এরপর অমিতাভ বলেন, ‘আমি বিরাটের সঙ্গ কথা বলছিলাম। ও জানালো, রোজ সকালে আমি যখন পুজো করি তখন জানতে চাই, ভগবানের আওয়াজ কেমন? ভগবান যদি গান গায়, তাহলে তাঁর আওয়াজ অরিজিৎ সিং-এর মতো হবে’।

নিজের এহেন প্রশংসা শুনে লাজে রাঙা অরিজিৎ, পালটা বললেন- ‘এটা ওর মিষ্টি স্বভাবের পরিচয়’। তিনি এতটা সম্মানের যোগ্য নন, তা হাবেভাবে বোঝোনোর চেষ্টা করলেন জিয়াগঞ্জের ভূমিপুত্র।

বিরাটের জ্ঞানভাণ্ডার মন্ত্রমুগ্ধ করেছে বিগ বি-কে। এক কোটি টাকার জন্য বিরাটর সামনে প্রশ্ন ছিল, পর্যায় সারণির পরমাণু ক্রমাঙ্ক ৯৬ এবং ১০৯-এর নামকরণের বিশেষত্ব কী? অপশন এ) এগুলো নোবেল বিজেতাদের নামানুসারে বি) মহিলা বিজ্ঞানীদের নামানুসারে, সি) ভারতীয় বিজ্ঞানীদের নামানুসারে, ডি) এদের কোনও নামই রাখা হয়নি।

সঠিক উত্তর অপশন বি,মহিলা বিজ্ঞানীদের নামানুসারে। যদিও ভুল উত্তর দিয়ে বসেন বিরাট। ফলে মাত্র ৩ লক্ষ ২০ হাজার টাকা নিয়েই ঘরে ফেরেন এই খুদে তারকা। তবে জীবনের মঞ্চে ইতিমধ্যেই অনেক কারনামা করে ফেলেছে এই খুদে। ২০২০-তে গ্লোবাল চাইল্ড প্রডিজি অ্যাওয়ার্ড জিতেছে ৷ নোবেল শান্তি বিজয়ী শ্রী কৈলাশ সত্যার্থী এবং ডক্টর কিরণ বেদীর কাছ থেকে পুরস্কারটি পেয়েছিল সে।

বিরাটের বুদ্ধি আর জ্ঞান দেখে বিরাটের বাবা-মাকে বিগ বি জিজ্ঞেস করলেন, ‘আপনারা ওকে কী খাওয়ান?’ এমন প্রশ্নে শ্রোতাদের মধ্যে থেকে কেউ একজন চিৎকার করে বলে উঠে, ‘বাদাম।’ অমিতাভ তখন বলেন, ‘আমার বয়স ৮২। আমি ৮০ বছর ধরে বাদাম খেয়েছি, কিন্তু আমার এই ধরনের জ্ঞান নেই।’

(Feed Source: hindustantimes.com)