CSK | IPL 2024: বিরাট ধাক্কা খেল ধোনির দল, খেলবেন না ১৬.২৫ কোটির মহানক্ষত্র!

CSK | IPL 2024: বিরাট ধাক্কা খেল ধোনির দল, খেলবেন না ১৬.২৫ কোটির মহানক্ষত্র!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল ২০২৪ (IPL 2024) শুরুর আগেই বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সিএসকে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় জানাল যে, তারা এবার আর পাবে না বেন স্টোকসকে (Ben Stokes)। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অলরাউন্ডার জানিয়েছেন যে, ফিটনেস এবং ওয়ার্কলোডের কথা ভেবেই তিনি আইপিএল খেলবেন না। গত আইপিএলে স্টোকসকে ১৬.২৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল সিএসকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। স্টোকস মাত্র দু’ম্য়াচ খেলেছিলেন। ৩২ বছরের ক্রিকেটার মাত্র ১৫ রান (আট ও সাত) করেছিলেন। এক ওভার বল করেছিলেন। বাঁ-হাঁটুর চোটর জন্য়ই স্টোকস খেলতে পারেননি। সেই হাঁটুতেই এবার অস্ত্রোপচার করাবেন স্টোকস। যা রিহ্য়াবের জন্য় এতদিন করতে পারেননি তিনি।

ঘটনাচক্রে সিএসকে যদি আগামী রবিবারের মধ্য়ে স্টোকসকে ছেড়ে দেয়, তাহলে সিএসকে-র হাতে চলে আসবে ১৬.২৫ কোটি টাকা। আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে নিলামযুদ্ধ। সেখানে সেই টাকা কাজে লাগাতে পারবে পাঁচবারের চ্যাম্পিয়ন টিম। সম্প্রতি স্টোকস ওডিআই অবসর ভেঙে ভারতে বিশ্বকাপ খেলেছেন। ছয় ইনিংসে তিনি ৩০৪ রান করেছিলেন। ছিল জোড়া হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি। কোমরের চোটের জন্য় স্টোকস বিশ্বকাপে বল করেননি। চেন্নাই, আইপিএলের ইতিহাসে স্টোকসের আগে কখনও কোনও ক্রিকেটার কেনার জন্য় এত টাকা খরচ করেনি। দেখতে গেলে পরপর দুই মরসুমেই স্টোকসের সার্ভিস পাচ্ছে না সিএসকে। ইংল্য়ান্ড টেস্ট দলের অধিনায়ক স্টোকস। তাঁর টিম পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে ভারতে আসছে। যা জানুয়ারি ২৫ থেকে ১১ মার্চ পর্যন্ত চলবে। দুই দলের মধ্য়ে হবে পাঁচটি টেস্ট। সেই সিরিজের হাত ধরেই মাঠে ফিরতে পারেন স্টোকস।

ধোনির নেতৃত্বে চেন্নাই চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্চমবারের জন্য এই খেতাব জিতেছে ‘ইয়েলো আর্মি’। ভারতের কিংবদন্তি অধিনায়ক দলকে আইপিএল চ্যাম্পিয়ন করিয়েও, সেভাবে সুখের সময় কাটাতে পারেননি। মাহি গোটা আইপিএলেই খেলেছিলেন মারাত্মক হাঁটুর চোট নিয়ে। আইপিএল ফাইনাল শেষ হওয়ার পরেই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে তাঁকে ছুটতে হয়েছিল। আর্থোস্কোপিক রিপেয়ারের জন্য ধোনিকে মাইক্রোসার্জারি করাতে হয়ে। যদিও ধোনি এখন পুরো ফিট। তিনিই দেবেন দলকে নেতৃত্ব।

(Feed Source: zeenews.com)