অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের টিআরপি কমতেই ফের বড়সড় টুইস্ট আনা হচ্ছে গল্পে। এতদিন দেখানো হচ্ছিল শত বাঁধা বিপত্তি মিশকার শয়তানি সব কাটিয়ে ফের এক হয়েছে সূর্য দীপা। কিন্তু মিশকার হাত থেকে কী কারও এত সহজে নিষ্কৃতি আছে। ছেলে জন্ম দেওয়ার পর মিশকা এখন সেনগুপ্ত বাড়িতে গেঁড়ে বসেছে। সঙ্গে ফন্দি করে বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে দীপা এবং তার দুই মেয়েকে।
অনুরাগের ছোঁয়ায় নতুন টুইস্ট
দীপা সেনগুপ্ত বাড়ি থেকে তার বাবার কাছে চলে এসেছে। এখানে এসে সে তার বোনের সঙ্গে গিয়েছিল স্কুলের রিইউনিয়নে। সেখানে গিয়েই পুরনো প্রেম তথা বন্ধু অর্জুনের সঙ্গে দেখা হয় নায়িকার। অর্জুন মুখে না বললেও তার মনের কথা থেকে স্পষ্ট যে সে দীপাকে কতটা ভালোবাসে। একদিকে সূর্য যেমন ওর থেকে দূরে চলে যাচ্ছে তেমনই অর্জুনের ভরসা এবং ভালোবাসা দীপা আর তার মেয়ের কাছে বড় হয়ে উঠতে থাকে।
অন্যদিকে সূর্য বেমালুম চাপে পড়ে ভুলে যায় তার মেয়েদের জন্মদিনের কথা। যখন মনে পড়ে এবং সেখানে গিয়ে পৌঁছয় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মিশকার চাপে মেয়ে এবং দীপার থেকে আলাদা থাকলেও সেটা মানতে পারে না সূর্য। তাই সে দীপার থেকে তার মেয়েদের নিয়ে যেতে আসবে। কিন্তু নায়িকা তাকে এবার সাফ জানাবে এতদিন সে অনেক করেছে সূর্যর জন্য। তবে সে এবার নিজের জন্য মেয়েদের সঙ্গে নিয়ে বাঁচবে। মেয়েদের সে মোটেই সূর্যর হাতে তুলে দেবে না। পাশে থাকবে অর্জুনও।
তবে কি এবার অর্জুনের সঙ্গে দীপার নতু। রসায়ন শুরু হবে? পুরনো প্রেম নতুন রূপ নেবে নাকি ফের এক হবে সূর্য দীপা? এই উত্তরগুলো আগামী দিনেই পাওয়া যাবে, তবে এই চমকভরা পর্ব আগামী সোমবার সম্প্রচারিত হতে চলেছে। মিশকার শয়তানি এবং সূর্য দীপার বিচ্ছেদ দেখতে দেখতে সকলে এতটাই বিরক্ত হয়ে উঠেছেন যে এক ঝটকায় অনেকটাই কমেছে অনুরাগের ছোঁয়ার টিআরপি। এখন দেখার পালা এটাই যে এই নতুন টুইস্টে সেই পুরোনো আকর্ষণ আবার ফেরে কিনা!
(Feed Source: hindustantimes.com)