হুড়মুড়িয়ে কমছে অনুরাগের ছোঁয়ার টিআরপি,দীপা-অর্জুনের নয়া রসায়ন কি কাজে দেবে?
অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের টিআরপি কমতেই ফের বড়সড় টুইস্ট আনা হচ্ছে গল্পে। এতদিন দেখানো হচ্ছিল শত বাঁধা বিপত্তি মিশকার শয়তানি সব কাটিয়ে ফের এক হয়েছে সূর্য দীপা। কিন্তু মিশকার হাত থেকে কী কারও এত সহজে নিষ্কৃতি আছে। ছেলে জন্ম দেওয়ার পর মিশকা এখন সেনগুপ্ত বাড়িতে গেঁড়ে বসেছে। সঙ্গে ফন্দি করে বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে দীপা এবং তার দুই মেয়েকে। অনুরাগের ছোঁয়ায় নতুন টুইস্ট দীপা সেনগুপ্ত বাড়ি থেকে তার বাবার কাছে চলে এসেছে। এখানে এসে সে তার বোনের সঙ্গে গিয়েছিল স্কুলের…