‘সূদীপা’ রসায়নের সামনে ডাহা ফেল ডান্স বাংলা ডান্স, এগিয়ে এল রচনার ‘দিদি নম্বর ১’ | No Comments Non Fiction TRP Week 22: নন-ফিকশনে সেরার মুকুট উঠল রচনার মাথায়। জলসার নাগিন আর ‘অনিকা’ জুটি ফিকে দিদির ম্যাজিকের সামনে। তবে ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে এঁটে উঠতে পারছেন না শুভশ্রী-মৌনি-শ্রাবন্তীরা। 1/7 রিয়ালিটি শো-এ বরাবরই জলসার চেয়ে এগিয়ে থেকেছে জি বাংলা। তাই সুপার সিঙ্গার শেষ হওয়ার পর সপ্তাহান্তে নতুন রিয়ালিটি শো আনবার পরিবর্তে সাত দিনই মেগা সিরিয়াল চালানোর সিদ্ধান্ত নিয়েছে জলসা। আর সেই সিদ্ধান্তকে ১০০% সঠিক প্রমাণ করছে সূর্য-দীপা। 2/7‘ অনুরাগের ছোঁয়া’র টিআরপি-র উপর ভর করেই শনি ও রবিবার রাত ৯.৩০টা থেকে ১১.০০টার স্লটে ডান্স বাংলা ডান্সকে ছাপিয়ে এগিয়ে রয়েছে জি বাংলা। গত সপ্তাহের পর এই সপ্তাহেও ধরা পড়ল একই ছবি। 3/7 জি বাংলার ডান্স বাংলা ডান্সের চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৪.৭, যে জায়গায় একচুল এগিয়ে থাকল স্টার জলসার ৯.৩০ থেকে ১১.০০টার স্লটের ফিকশন শো। 4/7 ৯.৩০ থেকে ১১.০০টার স্লটে এই মুহূর্তে জলসায় সম্প্রচারিত হয় ‘অনুরাগের ছোঁয়া’, ‘হরগৌরী পাইস হোটেল’ এবং ‘গাঁটছড়া’। তিন সিরিয়ালের ওই দু-দিনের টিআরপির গড় ৪.৮, যার পুরো ক্রেডিটই ‘অনুরাগের ছোঁয়া টিমের। 5/7 শুধু স্লটহারাই নয়, চলতি সপ্তাহে নন-ফিকশন জঁরে ‘ডান্স বাংলা ডান্স’ হেরে গেল রচনার ‘দিদি নম্বর ১’-এর কাছে। সানডে ধামাকা এপিসোডের জন্য রচনার প্রাপ্ত নম্বর ৬.০০। 6/7 ওদিকে শনি ও রবিবার রাত ৮.৩০ ও ৯.০০ টার স্লটে জলসায় চলা ‘পঞ্চমী’ ও ‘এক্কা দোক্কা’র টিআরপির গড় ৪.৭। দিদির চেয়ে অনেকটাই পিছিয়ে পঞ্চমী-রাধিকারা। (ছবি-হটস্টার) 7/7 প্রায় ১০ বছরের বেশি সময় ধরে রচনার গেম শো ‘দিদি নম্বর ১’ চলছে একটানা। তারকা থেকে সাধারণ মানুষ, সকলের মধ্যেই সমান জনপ্রিয়। রচনা ফের একবার দেখিয়ে দিলেন নন-ফিকশনে তাঁর জুড়ি মেলা ভার। (ছবি-জি ফাইভ) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে (Feed Source: hindustantimes.com) বিনোদন , anurager chowa, Dance Bangla Dance, Didi No 1, Ekka Dokka, Rachana Banerjee
1/7 রিয়ালিটি শো-এ বরাবরই জলসার চেয়ে এগিয়ে থেকেছে জি বাংলা। তাই সুপার সিঙ্গার শেষ হওয়ার পর সপ্তাহান্তে নতুন রিয়ালিটি শো আনবার পরিবর্তে সাত দিনই মেগা সিরিয়াল চালানোর সিদ্ধান্ত নিয়েছে জলসা। আর সেই সিদ্ধান্তকে ১০০% সঠিক প্রমাণ করছে সূর্য-দীপা। 2/7‘ অনুরাগের ছোঁয়া’র টিআরপি-র উপর ভর করেই শনি ও রবিবার রাত ৯.৩০টা থেকে ১১.০০টার স্লটে ডান্স বাংলা ডান্সকে ছাপিয়ে এগিয়ে রয়েছে জি বাংলা। গত সপ্তাহের পর এই সপ্তাহেও ধরা পড়ল একই ছবি। 3/7 জি বাংলার ডান্স বাংলা ডান্সের চলতি সপ্তাহে প্রাপ্ত নম্বর ৪.৭, যে জায়গায় একচুল এগিয়ে থাকল স্টার জলসার ৯.৩০ থেকে ১১.০০টার স্লটের ফিকশন শো। 4/7 ৯.৩০ থেকে ১১.০০টার স্লটে এই মুহূর্তে জলসায় সম্প্রচারিত হয় ‘অনুরাগের ছোঁয়া’, ‘হরগৌরী পাইস হোটেল’ এবং ‘গাঁটছড়া’। তিন সিরিয়ালের ওই দু-দিনের টিআরপির গড় ৪.৮, যার পুরো ক্রেডিটই ‘অনুরাগের ছোঁয়া টিমের। 5/7 শুধু স্লটহারাই নয়, চলতি সপ্তাহে নন-ফিকশন জঁরে ‘ডান্স বাংলা ডান্স’ হেরে গেল রচনার ‘দিদি নম্বর ১’-এর কাছে। সানডে ধামাকা এপিসোডের জন্য রচনার প্রাপ্ত নম্বর ৬.০০। 6/7 ওদিকে শনি ও রবিবার রাত ৮.৩০ ও ৯.০০ টার স্লটে জলসায় চলা ‘পঞ্চমী’ ও ‘এক্কা দোক্কা’র টিআরপির গড় ৪.৭। দিদির চেয়ে অনেকটাই পিছিয়ে পঞ্চমী-রাধিকারা। (ছবি-হটস্টার) 7/7 প্রায় ১০ বছরের বেশি সময় ধরে রচনার গেম শো ‘দিদি নম্বর ১’ চলছে একটানা। তারকা থেকে সাধারণ মানুষ, সকলের মধ্যেই সমান জনপ্রিয়। রচনা ফের একবার দেখিয়ে দিলেন নন-ফিকশনে তাঁর জুড়ি মেলা ভার। (ছবি-জি ফাইভ) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে