‘সূদীপা’ রসায়নের সামনে ডাহা ফেল ডান্স বাংলা ডান্স, এগিয়ে এল রচনার ‘দিদি নম্বর ১’
Non Fiction TRP Week 22: নন-ফিকশনে সেরার মুকুট উঠল রচনার মাথায়। জলসার নাগিন আর ‘অনিকা’ জুটি ফিকে দিদির ম্যাজিকের সামনে। তবে ‘অনুরাগের ছোঁয়া’র সঙ্গে এঁটে উঠতে পারছেন না শুভশ্রী-মৌনি-শ্রাবন্তীরা। 1/7 রিয়ালিটি শো-এ বরাবরই জলসার চেয়ে এগিয়ে থেকেছে জি বাংলা। তাই সুপার সিঙ্গার শেষ হওয়ার পর সপ্তাহান্তে নতুন রিয়ালিটি শো আনবার পরিবর্তে সাত দিনই মেগা সিরিয়াল চালানোর সিদ্ধান্ত নিয়েছে জলসা। আর সেই সিদ্ধান্তকে ১০০% সঠিক প্রমাণ করছে সূর্য-দীপা। 2/7‘ অনুরাগের ছোঁয়া’র টিআরপি-র উপর ভর করেই শনি ও রবিবার রাত ৯.৩০টা…