খড়গপুর আইআইটি-তে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ! চাঞ্চল্য ক্যাম্পাসে

খড়গপুর আইআইটি-তে ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ! চাঞ্চল্য ক্যাম্পাসে

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর : খড়গপুর আইআইটি-তে (Indian Institute of Technology Kharagpur) ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death)। কেরল থেকে সামার ভ্যাকেশন ইন্টার্নশিপে (Internship) এসেছিলেন তিনি। কীভাবে মৃত্যু হল তা স্পষ্ট হবে ময়নাতদন্তের (Post Mortem) রিপোর্ট হাতে এলে, জানিয়েছে পুলিশ। ঘটনায় ক্যাম্পাসে চাঞ্চল্য।

রাতে হঠাৎ করেই সংজ্ঞাহীন। তড়িঘড়ি চিকিৎসকের (Doctor) কাছে নিয়ে যাওয়া হলেও হল না শেষরক্ষা। ৮ মাসের ব্যবধানে খড়গপুর আইআইটি-তে (IIT Kharagpur) ফের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু। মৃত ছাত্রের নাম সূর্য দীপেন জি এস (২২)। বাড়ি কেরলের তিরুবননন্তপুরমে। আইআইটি সূত্রে খবর, মাসখানেক আগে সামার ভ্যাকেশন ইন্টার্নশিপে আসেন সূর্য দীপেন। ছিলেন আর কে হলে। বুধবার রাতে রুমের মধ্যেই অসুস্থ বোধ করেন। রুমমেটদের সহযোগিতায় সূর্য দীপেনকে আইআইটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন।

আইআইটি সূত্রে খবর, ঘটনার কথা জানানো হয়েছে মৃত ছাত্রের পরিবারকে। আইআইটি-র রেজিস্ট্রার তমাল নাথ জানিয়েছেন, ঘটনাটি পুলিশকে (Police) জানানো হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খড়গপুর টাউন থানার (Kharagpur Town Police Station) আইআইটি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, কীভাবে ওই ছাত্রের মৃত্যু হল, তা জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর।

এর আগে গত বছর ১৪ অক্টোবর খড়গপুর IIT’র হস্টেল থেকে তৃতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ফৈজান আহমেদ (২৩)-এর অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনায়, CID তদন্ত বা SIT গঠনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় মৃতের পরিবার। আদালতের নির্দেশে, দ্বিতীয়বার ময়নাতদন্ত হয়। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের খরড়পুর আইআইটির এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। মাত্র ৮ মাসের মধ্যে ক্যাম্পাসের মধ্যে ফের আরও এক ছাত্রের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে।

(Feed Source: abplive.com)