জন্ম থেকে ‘ঠোঁট কাটা’ মেয়ে, নদীতে ‘ডুবিয়ে মারল’ বাবা-মা
সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : ২০০৮ সালে অস্কার পেয়েছিল ডক্যুমেন্টারি স্মাইল পিঙ্কি। বারাণসীর কাছের একটি গ্রামের এক গরিব পরিবারে কাটা ঠোঁট নিয়ে জন্মেছিল পিঙ্কি। সারা গ্রামে তার কোণঠাসা হয়ে পড়া, স্কুলে যেতে না পারা, হতাশার জীবন কাটানোর ভয়াবহ এক ছবি উঠে এসেছিল ওই আমেরিকান তথ্যচিত্রে। সেই ছবি দেখিয়েছিল সমস্যা থেকে উত্তরণের পথও। কিন্তু আজও ‘পিঙ্কি’র মতো অনেক মেয়েরা হতভাগ্যই। প্রমাণ করল ঘাটালের এক ঘটনা। ঘরে আছে আরও দুই মেয়ে। তারপর কোলে এল আরেক মেয়ে। তার আবার ঠোঁটের উপরের অংশ…